ফাইল চিত্র।
মেয়ে ইভাঙ্কার কথা তিনি একাধিক বার বলেছেন। নির্বাচনের শুরু থেকেই ইভাঙ্কাকে সামনে এনেছেন সকলের। কিন্তু ডোনাল্ড ট্রাম্প যতটা প্রশংসা ইভাঙ্কার করেন তার বিন্দুমাত্রও টিফ্যানির জন্য থাকে না। টিফ্যানি ডোনাল্ড ট্রাম্পের আর এক মেয়ে। কিন্তু কেন তিনি টিফ্যানির কথা প্রকাশ্যে এড়িয়ে চলেন? অনেকের কাছেই তা রহস্য।