২১ বছরের অ্যাসেলিন হ্যাম্পটন মাস তিনেক আগে ছোট্ট পাবলোকে বাড়িতে নিয়ে এসেছিলেন।
মানুষ বাবাকে একবার দেখেছিল টয়লেট পেপার দিয়ে মেঝেয় পরিষ্কার করতে। সেই তার হাতেখড়ি। বেচারা খেলতে খেলতে নিয়ন্ত্রণ করতে না পেরে শৌচাগারের মেঝে মূত্র ত্যাগ করে ফেলেছিল। মানুষ বাবার দেখানো পথে নিজের টয়লেট পেপার দিয়ে তা পরিষ্কারও করে ফেলল! দেখলে চমকে যাবেন সেই খুদে পোষ্যের কাণ্ড-কারখানা।