International News

সংঘর্ষের কথা জানা নেই: সীমান্ত লঙ্ঘন অস্বীকার করে বলল চিন

চিন কোনও সীমান্ত লঙ্ঘন করেনি, সীমান্তে শান্তি বজায় রাখতে চিন সব সময় সচেষ্ট। দাবি চিনা বিদেশ মন্ত্রকের, প্যাংগং লেকের কাছে ভারতীয় ও চিনা বাহিনীর মধ্যে খণ্ডযুদ্ধের বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানালেন চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৭ ১৫:৫৯
Share:

—প্রতীকী ছবি।

লাদাখে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করল চিন। প্যাংগং লেক সংলগ্ন এলাকায় মঙ্গলবার চিনা বাহিনী সীমান্ত লঙ্ঘন করে ভারতীয় এলাকায় ঢুকেছিল বলে অভিযোগ। ভারতের সীমান্তরক্ষীরা হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও তারা পিছু না হঠায় দু’পক্ষে খণ্ডযুদ্ধ বেধে যায় বলে জানা গিয়েছে। বুধবার চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানালেন, এমন কোনও ঘটনার কথা তাঁর জানা নেই। সীমান্তে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার প্রশ্নে চিন সব সময়ই দায়িত্বশীল বলেও দাবি করেছে চিনা বিদেশ মন্ত্রক।

Advertisement

আরও পড়ুন: উত্তপ্ত ভারত-চিন সীমান্ত, লাদাখে পাথর ছুড়ে সংঘর্ষ দুই বাহিনীর মধ্যে

আরও পড়ুন: হামলার প্রস্তুতিতে কিম, ছবি প্রকাশ করে উত্তাপ আরও বাড়াল উঃ কোরিয়া

Advertisement

চিনের বাহিনী সব সময় লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসি-কে মেনে চলে বলে চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র হুয়া চুনয়িং বুধবার মন্তব্য করেছেন। মিডিয়ার সঙ্গে দৈনন্দিন সাক্ষাৎকারে তাঁকে মঙ্গলবারের ঘটনা সম্পর্কে প্রশ্ন করা হয়েছিল। চিনা সেনা সীমান্ত লঙ্ঘন করে ভারতীয় এলাকায় ঢোকে এবং তার জেরেই অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় বলে ভারতের অভিযোগ। হুয়া চুনয়িং সে অভিযোগ নস্যাৎ করে বলেছেন, লাদাখে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষের কোনও খবর তাঁর জানা নেই। তিনি বলেন, ‘‘চিন-ভারত সীমান্তে শান্তি বজায় রাখতে চিন প্রতিশ্রুতিবদ্ধ।’’ নয়াদিল্লির প্রতি চুনয়িং-এর বার্তা, ‘‘ভারতকে আমরা বলছি যে এলএসি এবং সংশ্লিষ্ট প্রথাগুলিকে মেনে চলুন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement