Iran-Israel Conflict

সংঘর্ষবিরতি কার্যকর হয়ে গেল এখন থেকেই, দয়া করে লঙ্ঘন করবেন না! ফের পোস্ট ট্রাম্পের, রাজি ইজ়রায়েল, চুপ ইরান

ট্রাম্প লিখেছেন, “সংঘর্ষবিরতি এখন থেকে কার্যকর হচ্ছে। দয়া করে লঙ্ঘন করবেন না।” তবে সংঘর্ষবিরতিতে সম্মত হওয়ার কথা ইজ়রায়েল জানালেও, এ বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি ইরান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ১১:২৪
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

সংঘর্ষবিরতি নিয়ে কয়েক ঘণ্টার ব্যবধানে তিনটি পোস্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তৃতীয় পোস্টে তিনি লিখেছেন, “সংঘর্ষবিরতি এখন থেকে কার্যকর হচ্ছে। দয়া করে লঙ্ঘন করবেন না।” তবে ইজ়রায়েল সংঘর্ষবিরতিতে সম্মত হওয়ার কথা জানালেও এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি ইরান। তবে দুই দেশের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, সংঘর্ষবিরতির প্রক্রিয়া শুরু হয়েছে।

Advertisement

সোমবার রাত সাড়ে ৩টে নাগাদ (ভারতীয় সময় অনুসারে) সমাজমাধ্যমে পোস্ট করে ইরান-ইজ়রায়েলের যুদ্ধবিরতির ঘোষণা করেছিলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট লিখেছিলেন, “এই যুদ্ধবিরতির সিদ্ধান্তে ইরান এবং ইজ়রায়েল— দু’দেশই সহমত হয়েছে। তবে ট্রাম্পের দাবি খারিজ করে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগচি জানান, যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনও সমঝোতা হয়নি। তবে স্থানীয় সময় অনুসারে ভোর ৪টের (ভারতীয় সময় সকাল ৬টা) পর থেকে ইজ়রায়েল হামলা বন্ধ করলে ইরানও নতুন করে সংঘর্ষে জড়াতে চায় না বলে জানায় তেহরান।

যদিও ইজ়রায়েলের অভিযোগ, মঙ্গলবার সকালেও ইরান তাদের উপর হামলা চালিয়েছে। ইজ়রায়েলের বেশ কিছু জায়গায় মঙ্গলবার সকালে সাইরেনের শব্দ শোনা গিয়েছে বলে খবর। ইজ়রায়েলের সামরিক বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান তাদের বিরুদ্ধে তিন বার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মৃত্যু হয়েছে তিন জনের।

Advertisement

সংঘর্ষবিরতি নিয়ে ট্রাম্পের দাবি ইরান খারিজ করে দেওয়ার পরেই এই সংক্রান্ত দ্বিতীয় পোস্টটি করেছিলেন ট্রাম্প। সেখানে আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেন, ইরান এবং ইজ়রায়েল তাঁর সঙ্গে যোগাযোগ করে বলেছিল তারা শান্তি চায়। ট্রাম্প লেখেন, ““আমি জানতাম, এটাই সঠিক সময়। বিশ্ব এবং পশ্চিম এশিয়াই আসল জয়ী। আগামী দিনে দুই দেশেই ভীষণ শান্তি, সমৃদ্ধি এবং ভালবাসা আসবে। তারা অনেক কিছু পেয়েছে। তবে ধর্ম এবং সত্যের পথ থেকে বিচ্যুত হলে অনেক কিছু হারাতেও পারে।”

তবে ট্রাম্পের দ্বিতীয় পোস্টের পরেও সংঘর্ষবিরতি নিয়ে আনুষ্ঠানিক সমর্থন মেলেনি ইরান কিংবা ইজ়রায়েলের তরফ থেকে। তার পরেই তৃতীয় পোস্ট করলেন ট্রাম্প। দাবি করলেন সংঘর্ষবিরতি কার্যকর হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement