Donald Trump

করোনা মোকাবিলা নিয়ে প্রশংসা করেছেন মোদী, দাবি ট্রাম্পের

নেভাদার রেনোর ভোট প্রচার থেকে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনকে তোপ দেগেছেন ট্রাম্প।

Advertisement

সংবাদ সংস্থা

রেনো, নেভাদা শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২০ ১৪:৫১
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র

আমেরিকায় কোভিড পরীক্ষার বহর দেখে তাঁকে সার্টিফিকেট দিয়েছেন নরেন্দ্র মোদী। নেভাদার ভোট প্রচারে গিয়ে এমনটাই দাবি করে বসলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য, আমেরিকার কোভিড পরীক্ষার হার দেখে তাঁর ভূয়সী প্রশংসা করেছেন মোদী। ট্রাম্প জানিয়েছেন, ‘‘নরেন্দ্র মোদী বলেছেন, করোনা পরীক্ষা নিয়ে আপনি দুর্দান্ত কাজ করেছেন।’’

Advertisement

নেভাদার রেনোয় ভোট প্রচারে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে তিনি বলেন, ‘‘আমরা ভারত-সহ বহু বড় বড় দেশের থেকে অনেক বেশি কোভিড পরীক্ষা করেছি।’’ ভারত করোনা পরীক্ষায় দ্বিতীয় স্থানে রয়েছে। সেই তথ্যও যোগ করেন ট্রাম্প। সেই সঙ্গে এ-ও বলেন, ‘‘আমরা ভারতের থেকে ৪ কোটি ৪০ লক্ষ বেশি কোভিড পরীক্ষা করেছি।’’ এই প্রসঙ্গেই মোদীর কথা তোলেন তিনি। বলেন, ‘‘১৫০ কোটি মানুষের দেশ ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাকে ফোন করেছিলেন এবং বলেছেন, করোনা পরীক্ষা নিয়ে আপনি দুর্দান্ত কাজ করেছেন।’’

নভেম্বরেই মার্কিন যুক্তরাষ্ট্রে ভোট। তার আগে করোনার মতো অতিমারির থাবা ট্রাম্প প্রশাসনের গলায় কাঁটা হয়ে ফুটছে। কারণ আমেরিকায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ৬৫ লক্ষের বেশি। ইতিমধ্যেই ১ লক্ষ ৯৪ হাজার মানুষের মৃত্যুও হয়েছে। তা নিয়ে ভোটের মুখে ডেমোক্র্যাট এবং সংবাদমাধ্যমের নিরন্তর খোঁচাও হজম করতে হচ্ছে ট্রাম্পকে। সেই পরিস্থিতির কথা মাথায় রেখেই রেনোর ভোট প্রচার থেকে ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেনকে তোপ দেগেছেন তিনি। ২০০৯ সালে আমেরিকায় সোয়াইন ফ্লু-র হানা রুখতে ডেমোক্র্যাটদের সরকার ব্যর্থ হয়েছিল বলে অভিযোগ করেছেন ট্রাম্প। তা নিয়ে তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে বিঁধেছেন তিনি। বলেছেন, ‘‘আর্থিক মন্দার পর, ভাইস প্রেসিডেন্ট হিসাবে বাইডেনের হাত ধরেই সবচেয়ে খারাপ, দুর্বলতম এবং ধীরগতির অর্থনীতি এসেছিল। বাইডেনের ব্যর্থতার কারণে নেভাদার মতো আরও কোনও রাজ্যই এতটা ক্ষতিগ্রস্ত হয়নি। এই লোককে নিশ্চয়ই আপনারা ক্ষমতায় চান না।’’

Advertisement

আরও পড়ুন: মোদী-মমতা-সনিয়া থেকে তেন্ডুলকর, সবার উপর গোপন নজরদারি চিনের!

নির্বাচনের মুখে স্বাভাবিক ভাবেই ট্রাম্প চিনের প্রসঙ্গও টেনে এনেছেন। তাঁর দাবি, ‘‘আমরা যে ভাবে চিনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি সে ভাবে আর কেউই পারবে না।’’ ট্রাম্পের আরও দাবি, ‘‘জো বাইডেন ক্ষমতায় এলে তা হলে তাঁকে কট্টরপন্থী বামেরা নিয়ন্ত্রণ করতে পারে। যদি বাইডেন জেতেন তা হলে চিন জিতবে। যদি বাইডেন জেতেন, তা হলে দাঙ্গাবাজরা জিতবে। যদি বাইডেন জেতেন তা হলে নৈরাজ্যবাদীরা জিতবে, যারা পতাকা পোড়ায়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন