অবৈধ প্রবেশে জলদি ফেরত বিনা বিচারেই

অবৈধ প্রবেশ ঠেকাতে ফের কড়া অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি বলেন, ‘‘যাঁরা অবৈধ ভাবে আমেরিকায় এসেছেন, কোনও রকম বিচার প্রক্রিয়া শুরুর আগেই তাঁদের অবিলম্বে নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুন ২০১৮ ০১:৫৩
Share:

ডোনাল্ড ট্রাম্প। ফাইল চিত্র।

অবৈধ প্রবেশ ঠেকাতে ফের কড়া অবস্থান নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি বলেন, ‘‘যাঁরা অবৈধ ভাবে আমেরিকায় এসেছেন, কোনও রকম বিচার প্রক্রিয়া শুরুর আগেই তাঁদের অবিলম্বে নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে।’’

Advertisement

নিজের দল রিপাবলিকান পার্টি ও জনসাধারণের দাবি মেনে নিয়ে গত সপ্তাহেই অনুপ্রবেশকারীদের সন্তানকে পরিবার-বিচ্ছিন্ন করার নীতি থেকে সরে এসেছিলেন ট্রাম্প।

তবে ভাঙলেও মচকাচ্ছেন না তিনি। আমেরিকার অভিবাসন আইনকেও এক হাত নিয়েছেন তিনি। সেখানে অনুপ্রবেশ সংক্রান্ত মামলায় পূর্ণ শুনানির শেষে বিচারকের নির্দেশ অনুযায়ী পদক্ষেপ করা হয়। কিন্তু বিষয়টিকে দীর্ঘায়িত না করে চটজলদি সমাধানের লক্ষ্যেই ট্রাম্পের এই উদ্যোগ। ট্রাম্প অপরাধ দমনের ক্ষেত্রে দেশের সীমান্তকে শক্তিশালী করার উপরেই জোর দিয়েছেন। স্পষ্টতই, আমেরিকায় আশ্রয় চাওয়া শরণার্থীদের সঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের কোনও ফারাক দেখছেন না মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement