Donald Trump in Malaysia

একগুচ্ছ কর্মসূচি নিয়ে এশিয়া সফরে ট্রাম্প, মালয়েশিয়ায় নেমেই নেচে উঠলেন স্থানীয় নৃত্যশিল্পীদের তালে তালে

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের গোষ্ঠী ‘আসিয়ান’-এর বার্ষিক সম্মেলন এ বার হচ্ছে কুয়ালা লামপুরে। প্রথম দফায় আমেরিকার প্রেসিডেন্ট থাকার সময় আসিয়ান গোষ্ঠীকে কার্যত এড়িয়ে গেলেও রবিবার থেকে শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিয়েছেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৫ ১৬:২৭
Share:

মালয়েশিয়ায় স্থানীয় নৃত্যশিল্পীদের সঙ্গে নাচ ডোনাল্ড ট্রাম্পের। ছবি: রয়টার্স।

একগুচ্ছ কর্মসূচি নিয়ে এশিয়া সফরে বেরিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি পৌঁছোন মালয়েশিয়ার রাজধানী কুয়ালা লামপুরে। বিমান থেকে নামার পর বিমানবন্দরে ট্রাম্পকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম এবং সে দেশের মন্ত্রীরা। স্থানীয় নৃত্য পরিবেশনের মাধ্যমে ট্রাম্পকে স্বাগত জানানো হয়। সকলকে অবাক করে দিয়ে স্থানীয় নৃত্যশিল্পীদের তালে তালে নেচে ওঠেন ৭৯ বছর বয়সি ট্রাম্পও। একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে, দুই হাত উপর দিকে তুলে হাসিমুখে নাচ করছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর পাশে নাচছেন মালয়েশিয়ার প্রেসিডেন্টও।

Advertisement

দক্ষিণ-পূর্ব এশিয়ার ১১টি দেশের গোষ্ঠী ‘আসিয়ান’-এর বার্ষিক সম্মেলন এ বার হচ্ছে কুয়ালা লামপুরে। প্রথম দফায় আমেরিকার প্রেসিডেন্ট থাকার সময় আসিয়ান গোষ্ঠীকে কার্যত এড়িয়ে গেলেও রবিবার থেকে শুরু হওয়া এই সম্মেলনে যোগ দিয়েছেন ট্রাম্প। নাচ শেষ করেই নিজের গাড়িতে উঠে সম্মেলনস্থলের উদ্দেশে রওনা দেন তিনি। এই সম্মেলনের মাঝেই মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যচুক্তিতে সই করার কথা ট্রাম্পের। তা ছাড়া ব্রাজ়িলের প্রেসিডেন্ট লুইজ় ইনাসিও লুলা দ্য সিলভার সঙ্গে পার্শ্ববৈঠকে বসার কথা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের।

মালয়েশিয়া থেকে ট্রাম্প যাবেন জাপানে। সে দেশের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন তিনি। জাপান থেকে ট্রাম্প যাবেন দক্ষিণ কোরিয়ায়। সে দেশে চিনের প্রেসিডেন্ট শি জিনপিঙের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে বসার কথা রয়েছে ট্রাম্পের। এই বৈঠকে আমেরিকা-চিন দ্বিপাক্ষিক বাণিজ্য এবং শুল্ক নিয়ে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে কথা হবে বলে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। এই সফরে ট্রাম্পের সঙ্গে বৈঠক হতে পারে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনেরও। দক্ষিণ কোরিয়ার এক মন্ত্রী জানিয়েছেন, এমন বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিম আগেই ইঙ্গিত দিয়েছেন যে, আমেরিকা পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে সুর নরম করলে ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে তাঁর কোনও আপত্তি নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement