(বাঁ দিকে) আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডের লেয়েন (ডান দিকে)। —ফাইল চিত্র।
শুক্রবার হুমকি এসেছিল। রবিবারের মধ্যে গেল ফোন! আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন করলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডের লেয়েন। বাণিজ্য নিয়ে কথাবার্তার জন্য আরও কিছু দিন সময় চাইলেন তিনি। তাঁর সঙ্গে ফোনে কী কথা হল, সমাজমাধ্যমে জানিয়েছেন ট্রাম্প নিজেই। উরসুলাও কথোপকথনের কথা স্বীকার করে নিয়েছেন।
ইউরোপীয় ইউনিয়নের দেশগুলির পণ্যে আমেরিকা ৫০ শতাংশ শুল্ক আরোপ করবে আগামী ১ জুন থেকে। শুক্রবার (আমেরিকার সময়) এমনটাই হুমকি দিয়েছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন, ইউরোপের এই দেশগুলির সঙ্গে কোনও চুক্তি করতে তিনি রাজি নন। কারণ, এই দেশগুলি আমেরিকার ‘সুযোগ নেয়’। রবিবার ফোন করে ইইউ প্রধান এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানান বলে দাবি ট্রাম্পের। তিনি সেই অনুরোধ রেখেছেন। অন্যান্য দেশের মতো বাণিজ্য আলোচনার জন্য ৯ জুলাই পর্যন্ত সময় দিয়েছেন ইইউ-কেও।
নিজের সমাজমাধ্যমে ট্রাম্প লেখেন, ‘‘ইইউ প্রেসিডেন্ট আমাকে ফোন করেছিলেন। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বাণিজ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপের ১ জুনের সময়সীমা আরও কিছুটা বাড়িয়ে দিতে অনুরোধ করেছেন। আমি তাতে রাজি হয়েছি। ৯ জুলাই পর্যন্ত সময়সীমা বাড়িয়েছি। এটা করতে পেরে আমি খুশি। ইইউ প্রেসিডেন্ট বলেছেন, দ্রুত এ বিষয়ে আলোচনা শুরু হবে। ওঁকে ধন্যবাদ।’’ এর আগে উরসুলাও সমাজমাধ্যমে ট্রাম্পের সঙ্গে ফোনালাপের কথা লিখেছিলেন। জানিয়েছিলেন, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর ‘খুব ভাল’ আলোচনা হয়েছে। বাণিজ্য নিয়ে চুক্তি করতে ৯ জুলাই পর্যন্ত সময় প্রয়োজন।
আমেরিকার কুর্সিতে বসার পর থেকেই বিভিন্ন দেশকে শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়ে এসেছেন ট্রাম্প। এপ্রিলে সেই শুল্কের দীর্ঘ তালিকা প্রকাশ করেন। ভারতের উপরেও চাপানো হয় ২৬ শতাংশ বাড়তি শুল্ক। তার পর এই সিদ্ধান্ত ৯০ দিনের জন্য স্থগিত রাখেন মার্কিন প্রেসিডেন্ট। সেই সময় শেষ হচ্ছে ৯ জুলাই। ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রেও এই সময়সীমাই প্রযোজ্য ছিল। কিন্তু শুক্রবার আচমকা ট্রাম্প ঘোষণা করেন, তিনি ইইউ-এর সঙ্গে চুক্তি করতে চান না। ১ জুন থেকেই ৫০ শতাংশ শুল্ক ইউনিয়নের দেশগুলির পণ্যের উপর প্রযোজ্য হবে। ট্রাম্পের এই ঘোষণা সাড়া ফেলে দিয়েছিল ইউরোপ তথা বিশ্বের বাজারে। ইইউ প্রধানের ফোনে অবশেষে কিছুটা নরম হল ট্রাম্পের সুর।