Donald Trump

বাইডেনকে নাম না করে শুভেচ্ছা জানিয়ে শেষ বারের মতো হোয়াইট হাউস ছাড়লেন ট্রাম্প

বুধবার শেষ বারের মতো প্রেসিডেন্টের সরকারি বাসভবন ছাড়ার আগে ট্রাম্প বলেন, ‘‘আমি ওঁকে শুভকামনা জানাচ্ছি।’’

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২১ ১৯:৪৪
Share:

হোয়াইট হাউস থেকে বিদায়ের মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প। ছবি: টুইটার থেকে নেওয়া।

আমেরিকার প্রেসিডেন্ট পদে তাঁর উত্তরসূরি জো বাইডেনকে নাম না করে শুভকামনা জানিয়ে হোয়াইট হাউস থেকে বিদায় নিলেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার শেষ বারের মতো প্রেসিডেন্টের সরকারি বাসভবন ছাড়ার আগে ট্রাম্প বলেন, ‘‘আমি ওঁকে শুভকামনা জানাচ্ছি।’’

Advertisement

আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট বলেন, ‘‘দেশে নতুন একটি সরকার অধিষ্ঠিত হতে চলেছে। নিরাপদ ও সমৃদ্ধ আমেরিকা গড়ার লক্ষ্যে আমি সেই সরকারের সাফল্য কামনা করছি।’’

তবে পূর্বাভাস মতোই বাইডেনের শপথে গরহাজির থাকছেন ট্রাম্প। হোয়াইট হাউসে বিদায় পর্বের সংক্ষিপ্ত অনুষ্ঠানের পরে লাগোয়া হেলিপ্যাড থেকে কপ্টারে ওয়াশিংটনের সামরিক বিমানঘাঁটি অ্যান্ড্রুজে পৌঁছন তিনি। সঙ্গে ছিলেন বিদায়ী ফার্স্ট লেডি মেলানিয়া। সেখান থেকে শেষ বারের মতো আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বিমানবহর ‘এয়ার ফোর্স ওয়ান’-এ চড়ে ফ্লোরিডার উদ্দেশ্যে রওনা দেন তাঁরা।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন