Trump's Gaza Peace Plan

ফের পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ়, সেনাপ্রধান মুনিরের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প, কী বললেন? নেপথ্যে কোন কারণ

কয়েক দিন আগেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ় এবং সে দেশের সেনাপ্রধান মুনিরের সঙ্গে হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের আগে শাহবাজ়কে ‘মহান নেতা’ এবং মুনিরকে ‘মহান মানুষ’ বলে উল্লেখ করেন ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪০
Share:

(বাঁ দিক থেকে) শাহবাজ় শরিফ, ডোনাল্ড ট্রাম্প এবং আসিম মুনির। —ফাইল চিত্র।

আরও এক বার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং সে দেশের সেনাপ্রধান আসিম মুনিরের প্রশংসা শোনা গেল ডোনাল্ড ট্রাম্পের গলায়। গাজ়া ভূখণ্ডে ইজ়রায়েল এবং হামাসের মধ্যে চলা যুদ্ধ বন্ধ করে শান্তিপ্রতিষ্ঠার জন্য ২০ দফা প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ওই প্রস্তাব তৈরির ক্ষেত্রে গঠনমূলক মতামত দেওয়ার জন্য পাক প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের প্রশংসা করেন ট্রাম্প।

Advertisement

সোমবার হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, “পাকিস্তানের প্রধানমন্ত্রী (শাহবাজ়) এবং ফিল্ড মার্শাল (সেনাপ্রধান মুনির) শুরুর দিন থেকে আমাদের সঙ্গে রয়েছেন। তাঁরা কেবল একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, পাকিস্তান এই চুক্তির (শান্তি প্রস্তাব) উপর পুরোপুরি ভরসা রাখছে।”

শান্তি প্রস্তাব পেশের ক্ষেত্রে সহায়ক ভূমিকা নেওয়ার জন্য আরব এবং মুসলিমপ্রধান দেশগুলিকেও ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। পাকিস্তান ছাড়াও নামোল্লেখ করেছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরশাহি, জর্ডন, তুরস্ক এবং ইন্দোনেশিয়ার। ট্রাম্প বলেন, “আমি এই প্রস্তাব তৈরির ক্ষেত্রে সাহায্য করার জন্য বহু আরব এবং মুসলিমপ্রধান দেশের নেতাদের ধন্যবাদ জানাতে চাই।”

Advertisement

সোমবার ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে একটি সাংবাদিক বৈঠক করেন ট্রাম্প। সেখানেই তিনি ইজ়রায়েল-হামাস সংঘাত বন্ধ করতে ২০ দফা প্রস্তাবের কথা জানান। ইতিমধ্যেই ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছে ইজ়রায়েল। তবে এখনও পর্যন্ত প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। হামাস জানিয়েছে, ‘ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে’ তারা এই প্রস্তাব খতিয়ে দেখছে।

২০ দফা প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য হল প্যালেস্টাইনিদের গাজ়া ছেড়ে যেতে হবে না। আপাতত গাজ়ায় একটি অস্থায়ী অরাজনৈতিক সরকার তৈরি হবে। এই সরকারের অন্তর্ভুক্ত হতে পারবেন প্যালেস্টাইনি এবং বিশ্বের নানা প্রান্তের বিশেষজ্ঞরা। তা ছাড়া হামাস যদি এই প্রস্তাবে রাজি থাকে, তা হলে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে তাদের সমস্ত ইজ়রায়েলি পণবন্দিকে ছেড়ে দিতে হবে। হামাস যদি ট্রাম্পের প্রস্তাবে রাজি হয়, তা হলে ধাপে ধাপে গাজ়া থেকে সেনা সরিয়ে নেবে ইজ়রায়েল। ইজ়রায়েলের জেলে বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৫০ জন প্যালেস্টাইনিকেও ছেড়ে দেবেন নেতানিয়াহু। ছেড়ে দেওয়া হবে যুদ্ধের পর গাজ়া থেকে আটক হওয়া ১৭০০ জনকে।

ইতিমধ্যেই ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছে ইজ়রায়েল। তবে এখনও পর্যন্ত প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। হামাস জানিয়েছে, ‘ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে’ তারা এই প্রস্তাব খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, কয়েক দিন আগেই পাক প্রধানমন্ত্রী শাহবাজ় এবং সে দেশের সেনাপ্রধান মুনিরের সঙ্গে হোয়াইট হাউসে রুদ্ধদ্বার বৈঠক করেন ট্রাম্প। ২০১৯ সালের পর ওই প্রথম কোনও পাক প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকের আগে শাহবাজ়কে ‘মহান নেতা’ এবং মুনিরকে ‘মহান মানুষ’ বলে উল্লেখ করেন ট্রাম্প।

পহেলগাঁও হত্যাকাণ্ডের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা বেড়েছিল। নতুন করে সম্পর্কে টানাপড়েন শুরু হয়। সেই আবহে আমেরিকার সঙ্গে সম্পর্কের সমীকরণ নতুন করে সাজাতে দেখা যায় পাকিস্তানকে। পাকিস্তানের সেনাপ্রধান হওয়ার পর বার দুয়েক আমেরিকা সফরে গিয়েছেন মুনির। বৈঠক করেছেন মার্কিন প্রশাসনের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং মন্ত্রীর সঙ্গে। আমেরিকায় দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে সুর চড়াতে দেখা গিয়েছে তাঁকে। শুধু তা-ই নয়, সম্প্রতি আমেরিকার সঙ্গে একটি চুক্তিও সই করেছে পাকিস্তান। চুক্তি অনুযায়ী, সে দেশের তৈলভান্ডারের উন্নতিতে পাকিস্তান এবং আমেরিকা যৌথ ভাবে কাজ করবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement