International News

হারলে ধসে যাবে শেয়ার বাজার, হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প নিজের মুখে ‘সাহায্য চাই না’ বললেও, মার্কিন মুলুকে কিন্তু জোর জল্পনা, ২০২০-র ভোটেও নাক গলাতে তৎপর রাশিয়া।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ০৫:৪১
Share:

ছবি: পিটিআই।

করোনা-আতঙ্ক কালই বড়সড় ধাক্কা দিয়েছিল শেয়ার বাজারে। কিন্তু তিনি ভোটে জিতে ফের হোয়াইট হাউসে না-এলে, গোটা দুনিয়া আরও ভয়াবহ শেয়ার-বিপর্যয়ের সাক্ষী হবে বলে আজ হুঁশিয়ারি দিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে একই সঙ্গে তিনি যে শুধু নিজের জোরেই ক্ষমতায় ফেরা নিয়ে আত্মবিশ্বাসী, তা-ও জানিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Advertisement

ওয়াশিংটন পাড়ি দেওয়ার আগে দিল্লিতে সাংবাদিক বৈঠক করলেন ট্রাম্প। তাঁর এই ভারত সফরকে অনেকেই প্রচারের প্যাকেজ বলছেন। তাঁর আগে কোনও মার্কিন প্রেসিডেন্ট ভোটের বছরে ভারত-সফরে আসেননি। ভারত-পাকিস্তান থেকে শুরু করে করোনা-তালিবান, বাণিজ্য-নিরাপত্তা ছুঁয়ে গিয়ে ট্রাম্পও তাই এ দিন সরাসরি ভোটের ময়দানে নেমে বললেন, ‘‘কেউ কখনও সাহায্য করেনি। এ বারও অন্য কোনও দেশের সাহায্য ছাড়াই জিতব আমি।’’ কিন্তু যদি পাশা পাল্টায়? ট্রাম্পের সটান জবাব, ‘‘তা-হলে স্টক মার্কেটে এমন ধস নামবে, যা আগে কেউ দেখেননি।’’

ট্রাম্প নিজের মুখে ‘সাহায্য চাই না’ বললেও, মার্কিন মুলুকে কিন্তু জোর জল্পনা, ২০২০-র ভোটেও নাক গলাতে তৎপর রাশিয়া। খোদ মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান জোসেফ ম্যাগুয়্যার গত সপ্তাহের শেষে এ নিয়ে সতর্কও করেছিলেন দেশবাসীকে। কিছু রিপোর্ট বলছে, ২০১৬-র মতো এ বারও মস্কো ট্রাম্পের পক্ষেই বাজি ধরছে। প্রেসিডেন্ট অবশ্য তা ‘একেবারেই ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়ে একে ডেমোক্র্যাটদের অপপ্রচার বলেছেন। এ দিকে, মার্কিন কিছু সংবাদমাধ্যম বলছে, এ বার রাশিয়া নাকি ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি স্যান্ডার্সকে সমর্থন করছে। ট্রাম্পের দাবি, রুশ হস্তক্ষেপ নিয়ে এ বার মার্কিন গোয়েন্দা বিভাগ তাঁকে কোনও ব্রিফিং করেনি।’’

Advertisement

আরও পড়ুন: সিএএ-বার্তা দিতে ব্রাসেলস চলোর ডাক

রুশ হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন করে এ দিন ট্রাম্পের রোষে পড়েন মার্কিন সাংবাদিক জিম অ্যাকোস্টা। সেই অ্যাকোস্টা, ২০১৮-য় ‘অস্বস্তিকর প্রশ্ন’ করায় যাঁর হোয়াইট হাউসের প্রেস পাস সাসপেন্ড করা হয়েছিল। ট্রাম্প তাঁর ব্যক্তিগত ও চ্যানেলের বিশ্বাসযোগ্যতা নিয়ে কটাক্ষ করায় অ্যাকোস্টা সাংবাদিক বৈঠকেই পাল্টা বলেন, ‘‘আমার ধারণা, আমাদের চ্যানেলের সত্য উপস্থাপন অনেক ক্ষেত্রেই আপনার চেয়ে ভাল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন