ইসরোর ১০৪-এ ধাক্কা মার্কিন কর্তার

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ১০৪টি উপগ্রহ এক সঙ্গে উৎক্ষেপণ করায় চিনের অস্বস্তির কথা বোঝা গিয়েছিল আগেই। এ বার ট্রাম্প প্রশাসনের ভাবী গোয়েন্দাপ্রধান ড্যান কোটস জানালেন, ওই খবর পেয়ে তিনি ‘ধাক্কা’ খেয়েছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ০৩:৩৭
Share:

ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো ১০৪টি উপগ্রহ এক সঙ্গে উৎক্ষেপণ করায় চিনের অস্বস্তির কথা বোঝা গিয়েছিল আগেই। এ বার ট্রাম্প প্রশাসনের ভাবী গোয়েন্দাপ্রধান ড্যান কোটস জানালেন, ওই খবর পেয়ে তিনি ‘ধাক্কা’ খেয়েছিলেন।

Advertisement

ইসরোর দাবি, এত বেশি উপগ্রহ এক সঙ্গে আগে কোনও দেশ মহাকাশে পাঠাতে পারেনি। চিনা সরকারি সংবাদমাধ্যম এই সাফল্যকে স্বীকার করেও কটাক্ষ করেছিল। এ দিন মার্কিন আইনসভা সেনেটের এক শুনানিতে ড্যান কোটস বলেন, ‘‘খবরটা পড়ে একেবারে ধাক্কা খেয়ে গিয়েছিলাম। উপগ্রহগুলি ছোট। তাদের কাজ ভিন্ন ভিন্ন। কিন্তু একটি রকেটের মাধ্যমেই তাদের উৎক্ষেপণ করা হয়েছে।’’ কোটসের মতে, আমেরিকা পিছিয়ে পড়ছে, এমন ধারণা তৈরি করা ঠিক হবে না।

‘ডিরেক্টর অব ন্যাশনাল ইনটেলিজেন্স’ পদে সেনেটের প্রাক্তন সদস্য ড্যানের নামে অনুমোদনের জন্যই আজ শুনানি ছিল সেনেটে। ওই পদে এলে সিআইএ-সহ সব বড় মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্তা হবেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement