US on Iran’s Nuclear Programme

পরমাণুঘাঁটি দেখতে দিচ্ছে না, দাবি করে ট্রাম্প জানালেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি নয় ইরান

গত ২২ জুন ভোরে (ভারতীয় সময়) ইরানের তিন পরমাণুকেন্দ্রে আকাশ থেকে বোমাবর্ষণ করে আমেরিকার ‘বি২ বম্বার’ বোমারু বিমানগুলি। সেই হামলার পরে ইরানের পরমাণুকেন্দ্রগুলি দেখতে না দেওয়ার অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ জুলাই ২০২৫ ১৮:৩৮
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আন্তর্জাতিক প্রতিনিধিদের নিজেদের পরমাণু কর্মসূচি দেখাতে রাজি নয় ইরান! এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তা-ই নয়, তাঁর আরও দাবি, ইরান তাঁর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতেও রাজি নয়!

Advertisement

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি বিশ্বাস করেন ইরানের পারমাণবিক কর্মসূচি ‘স্থায়ী ভাবে পিছিয়ে দেওয়া হয়েছে’। যদিও ট্রাম্প এ-ও মনে করেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচি অন্য কোনও জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে আবার চালু করতে পারে! তার পরেই মার্কিন প্রেসিডেন্ট আশঙ্কার সুরে বলেন, ‘‘ইরান যদি অন্য কোথাও এই কর্মসূচি ফের শুরু করে, তবে তা সমস্যা হতে পারে।’’ ট্রাম্পের হুঁশিয়ারি, ইরানকে আর পারমাণবিক কর্মসূচি শুরু করতে দেবেন না। এই বিষয়ে ইরানের আধিকারিকদের সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশও করেন মার্কিন প্রেসিডেন্ট।

গত ২২ জুন ভোরে (ভারতীয় সময়) ইরানের তিন পরমাণুকেন্দ্রে আকাশ থেকে বোমাবর্ষণ করে আমেরিকার ‘বি২ বম্বার’ বোমারু বিমানগুলি। এই হামলার পরেই ট্রাম্প জানান, আমেরিকার সেনাবাহিনী ইরানের পরমাণুকেন্দ্রগুলি ‘পুরোপুরি’ ধ্বংস করে দিয়েছে! যদিও মার্কিন হামলায় পরমাণুকেন্দ্রগুলি কতটা ধ্বংস হয়েছে, সে ব্যাপারে ইরান এখনও মুখ খোলেনি কিংবা হিসাবও দেয়নি। তারা শুধু জানিয়েছে, ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানের পরিদর্শক দল পাঠিয়েছিল। সেই দলেরই ইরানের পরমাণুকেন্দ্রগুলি ঘুরে দেখার কথা। কিন্তু শুক্রবার আইএইএ জানায়, তারা ইরান থেকে পরিদর্শক দলকে ফিরিয়ে আনছে। কেন ফিরিয়ে নেওয়া হচ্ছে, সেই ব্যাপারে স্পষ্ট কোনও ধারণা দেওয়া হয়নি। তবে তার পরেই ট্রাম্প জানালেন, ইরান নাকি তাদের পরমাণুকেন্দ্রগুলি দেখতে দিচ্ছে না! ইরানের তরফে সরকারি ভাবে ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়া দেয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement