Donald Trump-Vladimir Putin

শপথ নিয়েই ট্রাম্পের সুর বদল! ইউক্রেনে হামলার জন্য দুষলেন পুতিনকে! অনিশ্চয়তায় যুদ্ধবিরতি

প্রেসিডেন্সিয়াল ডিবেটে ট্রাম্প বলেছিলেন, “আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব।’’ কিন্তু শপথ নেওয়ার পর উল্টো সুর শোনা গেল তাঁর গলায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৯:৪২
Share:

বাঁ দিকে ভ্লাদিমির পুতিন, ডান দিকে ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে শপথ নেওয়ার পরেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান বদলের বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর অনুযোগ, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য চুক্তি না করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছেন!

Advertisement

নির্বাচনের প্রচারপর্বে ফিলাডেলফিয়ায় প্রেসিডেন্সিয়াল ডিবেটে (মুখোমুখি বিতর্কে) ট্রাম্প বলেছিলেন, ‘‘আমি প্রেসিডেন্ট নির্বাচিত হলে ২৪ ঘণ্টার মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামিয়ে দেব।’’ হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে প্রবেশের সপ্তাহ দেড়েক আগে জানিয়েছিলেন, পুতিনের সঙ্গে তাঁর বৈঠকের আয়োজন চূড়ান্ত হয়ে গিয়েছে। সেই সঙ্গে তাঁর মন্তব্য ছিল, ‘‘আমরা অবশ্যই ওই যুদ্ধের অবসান ঘটাব।’’ কিন্তু সোমবার আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট বলেন, ‘‘ওঁর (পুতিনের) চুক্তি করা উচিত। চুক্তি না করে উনি রাশিয়াকে ধ্বংস করছেন।’’

পুতিনের সমালোচনার পাশাপাশি তাৎপর্যপূর্ণ ভাবে যুদ্ধবিরতির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সদিচ্ছাকে সাধুবাদ জানিয়েছেন ট্রাম্প। কিন্তু তিনি তো প্রতিশ্রুতি দিয়েছিলেন, প্রেসিডেন্ট হলে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করবেন? ট্রাম্পের জবাব, ‘‘সবে তো অর্ধেক দিন হল। এখনও অর্ধেক দিন সময় রয়েছে।’’ তবে এক সপ্তাহের মধ্যে রুশ-ইউক্রেন যুদ্ধবিরতি হতে পারে বলে জানান তিনি।

Advertisement

প্রসঙ্গত, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কিও কিছু দিন আগে দাবি করেছিলেন, ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিলে দ্রুত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইতি ঘটবে। সে দেশের সংবাদমাধ্যম সাসপিলনেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘‘আমি নিশ্চিত, এ বার যিনি হোয়াইট হাউসকে নেতৃত্ব দিতে যাচ্ছেন, তাঁর নীতি মেনে দ্রুত যুদ্ধ শেষ হবে।’’ গত নভেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রবীণ রিপাবলিকান নেতার জয়ের পর যুদ্ধবিরতির সম্ভাবনা দেখা দেয়। কারণ, ট্রাম্পের সঙ্গে পুতিনের ব্যক্তিগত সমীকরণ। কিন্তু সোমবার ট্রাম্পের মন্তব্য নতুন করে অনিশ্চয়তা তৈরি করল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement