সামনের সপ্তাহেই সীমান্ত বন্ধ: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট কাল টুইট করেন, ‘‘কংগ্রেসের উচিত এখনই আমাদের দুর্বল অভিবাসন নীতিতে পরিবর্তন আনা। মেক্সিকোরও উচিত অবিলম্বে তাদের দেশ হয়ে আমেরিকায় অনুপ্রবেশ আটকানো।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩১ মার্চ ২০১৯ ০৪:৪৬
Share:

—ফাইল চিত্র।

আগেও হুমকি দিয়েছিলেন। শুক্রবার ফের তোপ দাগলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুঁশিয়ারি দিয়ে বললেন, ‘‘মেক্সিকো যদি তাদের দেশের মাধ্যমে আমেরিকায় শরণার্থী-অনুপ্রবেশ না আটকায়, আগামী সপ্তাহেই আমেরিকা-মেক্সিকো সীমান্ত সম্পূর্ণ (বা বেশির ভাগ অংশ) বন্ধ করে দেওয়া হবে।’’

Advertisement

অতীতে একাধিক বার এ ভাবে সীমান্ত বন্ধের হুমকি দিয়েছেন ট্রাম্প। কিন্তু এ বারে পরিস্থিতি আরও জটিল। অনেকেই মনে করছেন, এ বার কোনও ফাঁপা হুমকি দিচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট। কারণ অনুপ্রবেশ রোখা নিয়ে মধ্য আমেরিকার সঙ্গে ওয়াশিংটনের সমস্ত আলোচনাই এ পর্যন্ত বিফলে গিয়েছে। হোমল্যান্ড সিকিয়োরিটি দফতরের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, সীমান্তের যে সমস্ত প্রান্তে শরণার্থীরা ভিড় করছেন, সেখানে আলাদা করে সীমান্ত পুলিশ নিয়োগ করা হচ্ছে। সাংবাদিকদের তিনি বলেন, ‘‘শরণার্থী-স্রোত আটকাতে যদি সব স্থলবন্দর বন্ধ করতে হয়, তা হলে তা-ই করব।’’

মার্কিন প্রেসিডেন্ট কাল টুইট করেন, ‘‘কংগ্রেসের উচিত এখনই আমাদের দুর্বল অভিবাসন নীতিতে পরিবর্তন আনা। মেক্সিকোরও উচিত অবিলম্বে তাদের দেশ হয়ে আমেরিকায় অনুপ্রবেশ আটকানো।’’ তিনি আরও লিখেছেন, ‘‘আমেরিকার সৌজন্যে মেক্সিকো বহু বছর উপকৃত হয়ে এসেছে। কিন্তু অবিলম্বে ওরা যদি আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ না আটকায়, সীমান্ত বন্ধ করে দেব আমি। সম্পূর্ণ না হলেও একটা বড় অংশই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement