Israel-Hamas Conflict

‘কেন এত নেতিবাচক কথা বলেন?’ শান্তিপ্রস্তাব নিয়ে হামাসের প্রতিক্রিয়ার পর নেতানিয়াহুকে ধমক ট্রাম্পের

হামাসের প্রস্তাবে নেতানিয়াহু যে পুরোপুরি খুশি নন, তা ট্রাম্পকে জানিয়েছেন বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। এক মার্কিন কর্তা জানান, ৩ অক্টোবর ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার সময় নেতানিয়াহু বলেছিলেন, ‘‘হামাসের আংশিক প্রতিক্রিয়া উল্লাস করার মতো কিছু নয়।’’ তাঁর কথা শুনেই রেগে যান ট্রাম্প।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ অক্টোবর ২০২৫ ১৮:৫৫
Share:

(বাঁ দিকে) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু (ডান দিকে)। — ফাইল চিত্র।

গাজ়ায় যুদ্ধ বন্ধের প্রক্রিয়ায় হামাসের প্রতিক্রিয়ায় ধৈর্য হারিয়েছেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের প্রতিক্রিয়া ‘তুচ্ছ’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। আর তাতেই নেতানিয়াহুর উপর ক্ষিপ্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিরক্ত হয়ে ইজ়রায়েলের প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘‘আমি জানি না আপনি সবসময় কেন এত নেতিবাচক কথা বলেন। এটি একপ্রকার জয়। তা গ্রহণ করুন।’’

Advertisement

গাজ়ায় শান্তি ফেরানোর জন্য মরিয়া আমেরিকার প্রেসিডেন্ট। দিন কয়েক আগেই গাজ়ায় শান্তি ফেরানোর জন্য ২০ দফা পরিকল্পনা প্রস্তাব আকারে হামাস এবং ইজ়রায়েলকে দেখিয়েছিলেন তিনি। ইজ়রায়েল তাতে রাজি হলেও হামাস প্রাথমিক ভাবে তা নিয়ে নীরব ছিল। তবে ট্রাম্পের বার বার হুঁশিয়ারির পর হামাসের তরফে প্রতিক্রিয়া আসে। হামাস জানায়, গাজ়া থেকে ইজ়রায়েলি সেনা প্রত্যাহার করা হলে তারা পণবন্দিদের মুক্তির ব্যাপারে আলোচনা করতে রাজি।

হামাসের প্রস্তাবে নেতানিয়াহু যে পুরোপুরি খুশি নন, তা ট্রাম্পকে জানিয়েছেন বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। এক মার্কিন কর্তা জানান, ৩ অক্টোবর ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলার সময় নেতানিয়াহু বলেছিলেন, ‘‘হামাসের আংশিক প্রতিক্রিয়া উল্লাস করার মতো কিছু নয়। এর কোনও অর্থ নেই।’’ তাঁর কথা শুনেই রেগে যান ট্রাম্প। হামাসের প্রতিক্রিয়াকে ‘জয়’ হিসাবে দেখতে বলেন তিনি।

Advertisement

যুদ্ধবিরতি নিয়ে ইজ়রায়েল এবং হামাসের সোমবার আলোচনার টেবিলে বসার কথা। মিশরে তাদের প্রতিনিধিদের মধ্যে পরোক্ষ আলোচনা হবে। তার আগে সমাজমাধ্যমে দুই পক্ষকে বার্তা দিয়েছেন ট্রাম্প। লিখেছেন, ‘‘প্রথম পর্যায় এই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা। আমি সকলকে বলছি, দ্রুত সিদ্ধান্ত নাও। এই শতাব্দীপ্রাচীন দ্বন্দ্বের দিকে আমি নজর রেখেছি এবং রাখব। সময়ই আসল, না হলে ব্যাপক রক্তপাত হবে। সেটা কেউ দেখতে চায় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement