Marijuana in America

অল্পস্বল্প গাঁজা সেবনে ছাড় মিলবে আমেরিকায়? ট্রাম্পই তা চাইছেন? ঘনিষ্ঠ মহলে মার্কিন প্রেসিডেন্টের মন্তব্যে জল্পনা

ভোটের প্রচারেই প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেছিলেন, ক্ষমতায় এলে গাঁজা সেবনে নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাববেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২৫ ১৫:৫৫
Share:

ডোনাল্ড ট্রাম্প। —ফাইল চিত্র।

গাঁজা সেবনে নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাববেন তিনি। কিন্তু গদিতে বসার সাত মাস পরেও এখনও এই ধরনের কোনও সিদ্ধান্ত নেননি মার্কিন প্রেসিডেন্ট। যদিও এ রকম সম্ভাবনা ভবিষ্যতে রয়েছে বলেই দাবি হোয়াইট হাউসের একাংশের।

Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নিজেই চান, যাতে অল্পবয়সিরা অল্পস্বল্প গাঁজা সেবন করতে পারেন। ঘনিষ্ঠ মহলে সে কথা বলেওছেন তিনি। একটি ঘরোয়া অনুষ্ঠানে বিষয়টি নিয়ে নিজের মতামত দিয়েছেন ট্রাম্প। সেখানে উপস্থিত থাকা দু’জনের বক্তব্য, ‘‘ট্রাম্প বলেছেন, গাঁজা সেবনে কড়াকড়ি শিথিল করার বিষয়টি দেখতে হবে। এটা আমরা করব।’’

আমেরিকার ফেডেরাল আইন অনুযায়ী, গাঁজা ‘শিডিউল ১’ তালিকার মাদক। সেই তালিকায় হেরোইনও আছে। রিপোর্ট অনুযায়ী, ট্রাম্প প্রশাসনের ভাবনা, গাঁজাকে ‘শিডিউল ৩’ তালিকাভুক্ত করা। সে ক্ষেত্রে গাঁজা সেবনে কড়াকড়ি অনেকটাই শিথিল হবে। ফেডেরাল আইনে নিষিদ্ধ হলেও, সে দেশের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে গাঁজা নিয়ে ততটাও কড়াকড়ি নেই। ফলে গাঁজা ‘শিডিউল ৩’ তালিকাভুক্ত হলে ভবিষ্যতে আরও অনেক অঙ্গরাজ্যই সে পথে হাঁটতে পারবে। মার্কিন সংবাদমাধ্যম জানাচ্ছে, ট্রাম্পের ঘনিষ্ঠ মহলেরই দাবি, মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করেছেন, ফ্লরিডায় এ নিয়ে ভোটাভুটি হলে তিনি গাঁজা সেবনের পক্ষেই ভোট দেবেন।

Advertisement

হোয়াইট হাউসের একাংশের মত, গাঁজা নিয়ে কড়াকড়ি শিথিল হলে কমবয়সিদের একটা বড় অংশের সমর্থন পাবেন ট্রাম্প। আবার অন্য একটি অংশের মত, রক্ষণশীলেরা ট্রাম্পের ওই সিদ্ধান্তের বিরোধিতা করবেন। বিভিন্ন মহলের মতামত সংবলিত একটি রিপোর্ট ইতিমধ্যেই চিফ অফ স্টাফ সুশি ওয়াইলসের কাছে জমা পড়েছে। কিন্তু এ ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি বলেই হোয়াইট হাউস সূত্রে খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement