Donald Trump on Greenland

হাতে আমেরিকার পতাকা নিয়ে তিনি ‘মার্কিন ভূখণ্ড’ গ্রিনল্যান্ডে! গ্রাফিক পোস্ট করে কি দখলের বার্তা আরও স্পষ্ট করলেন ট্রাম্প

সোমবার সমাজমাধ্যমে একটি গ্রাফিক পোস্ট করেন ট্রাম্প। সেই গ্রাফিকে দেখা যাচ্ছে, হাতে মার্কিন পতাকা নিয়ে গ্রিনল্যান্ডে গিয়েছেন তিনি। তাঁর ঠিক পিছনে রয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং বিদেশসচিব মার্কো রুবিয়ো।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৬ ১৫:০৩
Share:

ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গ্রিনল্যান্ড নিয়ে নতুন দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের! ২০২৬ সালেই বিশ্বের বৃহত্তম এই দ্বীপ মার্কিন ভূখণ্ডের অংশ হতে চলেছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সোমবার সমাজমাধ্যমে একটি গ্রাফিক পোস্ট করেন ট্রাম্প। সেই গ্রাফিকে দেখা যাচ্ছে, হাতে মার্কিন পতাকা নিয়ে গ্রিনল্যান্ডে গিয়েছেন তিনি। তাঁর ঠিক পিছনে রয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং বিদেশসচিব মার্কো রুবিয়ো। এই তিন জনের সামনে থাকা কাঠের বোর্ডে লেখা ‘গ্রিনল্যান্ড— আমেরিকার অংশ’। পাশে লেখা ‘প্রতিষ্ঠাবর্ষ ২০২৬’।

Advertisement

পুরো বিষয়টি কাল্পনিক হলেও এই গ্রাফিক পোস্ট করে নিজের মনোবাঞ্ছার কথাই জানিয়েছেন বলে মনে করা হচ্ছে। ট্রাম্প প্রশাসন দীর্ঘ দিন ধরেই দাবি করে আসছে যে, আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য তাদের গ্রিনল্যান্ডের দখল নেওয়া প্রয়োজন। এর ফলে মেরু অঞ্চলও সুরক্ষিত থাকবে বলে দাবি হোয়াইট হাউসের। সেই দাবির কথা স্মরণ করে দিয়ে ট্রাম্প জানিয়েছেন, কোনও দেশ যদি গ্রিনল্যান্ড নিয়ে আমেরিকার দাবি না-মানে তবে তাদের উপর শুল্ক আরোপ করা হতে পারে!

গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের পোস্ট করা সেই গ্রাফিক। ছবি: সংগৃহীত।

সোমবার সমাজমাধ্যমে গ্রিনল্যান্ড নিয়ে একটি পোস্ট করেছিলেন ট্রাম্প। সেখানে তিনি লেখেন, “২০ বছর ধরে নেটো ডেনমার্ককে বলে আসছে যে, রুশ আগ্রাসনের ঝুঁকি থেকে গ্রিনল্যান্ডকে রক্ষা করুন। ডেনমার্ক এই বিষয়ে কিছুই করতে পারেনি। এ বার সময় এসেছে। এ বার এটা হবে।” মঙ্গলবার সে কথা পুনরায় উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, গ্রিনল্যান্ডে রাশিয়া এবং চিনের প্রভাব ক্রমশ বাড়ছে।

Advertisement

গ্রিনল্যান্ড ‘দখল’ নিয়ে তাঁর মতের শরিক না-হওয়ায় ইতিমধ্যেই ইউরোপের আটটি দেশের পণ্যে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। সোমবার তাঁর দাবি, গ্রিনল্যান্ডের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকির বিষয়টি মানতেই চাইছে না ইউরোপের দেশগুলি। ট্রাম্পের বক্তব্য, গ্রিনল্যান্ডকে সুরক্ষিত রাখতে পারে বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement