Gaza Controversy

স্কটল্যান্ডে ট্রাম্পের বিলাসবহুল রিসর্টে ভাঙচুর, প্যালেস্টাইনপন্থীরা লিখলেন, ‘গাজ়া বিক্রি হবে না’!

শনিবার সকালেই ওই রিসর্টে ভাঙচুরের ঘটনার ছবি প্রকাশ্যে এসেছিল। কে বা কারা ট্রাম্পের রিসর্টে ভাঙচুর চালালেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বার সেই ভাঙচুরের ঘটনার দায় নিল ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামক এক গোষ্ঠী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ মার্চ ২০২৫ ১৪:২৯
Share:

স্কটল্যান্ডে ডোনাল্ড ট্রাম্পের রিসর্টে ভাঙচুর। ছবি: পিটিআই।

বাগান জুড়ে সাদা কালিতে বড় বড় অক্ষরে লেখা ‘গাজ়া বিক্রি নেই’! শুধু তা-ই নয়, বিশাল জায়গা জুড়ে বিস্তৃত সুদৃশ্য রিসর্টের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালানো হয়েছে। কোথাও হাতুড়ির আঘাত, কোথাও বড় বড় পাথর ছোড়ার দাগ। ভাঙা জানলা, দরজার কাচ। স্কটল্যান্ডের নির্জন প্রান্তের ওই ভাঙা গল্‌ফ রিসর্ট নিয়ে এখন আলোচনা তুঙ্গে। ওই রিসর্টের মালিক আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

Advertisement

শনিবার সকালেই ওই রিসর্টে ভাঙচুরের ঘটনার ছবি প্রকাশ্যে এসেছিল। কে বা কারা ট্রাম্পের রিসর্টে ভাঙচুর চালালেন, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। এ বার সেই ভাঙচুরের ঘটনার দায় নিয়ে এক্স হ্যান্ডলে পোস্ট করল ‘প্যালেস্টাইন অ্যাকশন’ নামক এক গোষ্ঠী। ওই গোষ্ঠী সাধারণত প্যালেস্টাইনপন্থীদের। পোস্টে তারা লেখে, ‘আমেরিকার প্রশাসন যখন ইজ়রায়েলকে অস্ত্র দিচ্ছে এবং গাজ়াকে নির্মূল করার পরিকল্পনা করছে, তখন সেখানকার মানুষ চুপচাপ বসে থাকবে না।’’ ওই গোষ্ঠী ট্রাম্পের ‘গাজ়া অধিগ্রহণ’ মন্তব্যের সমালোচনা করে একটি বিবৃতিও জারি করেছে। তাদের কথায়, ‘‘গাজ়ার প্রতি ট্রাম্পের মনোভাব আমরা প্রত্যাখ্যান করি। তিনি যেন গাজ়াকে নিজের সম্পত্তি মনে না করেন।’’

সম্প্রতি, মার্কিন সফরে গিয়েছিলেন ইজ়রায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন তিনি। সেই বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ‘গাজ়া দখল’-এর হুঁশিয়ারি দেন। তিনি ঘোষণা করেন, গাজ়া ভূখণ্ডের দখল নেবে আমেরিকাই! ট্রাম্প জানান, ইজ়রায়েলি এবং প্যালেস্টাইনিদের সংঘাতে এত দিন আমেরিকা যে নীতি নিয়েছে, তা ভেঙে দেবেন। তাঁর কথায়, ‘‘আমেরিকা গাজ়া ভূখণ্ডের দখল নেবে। আমরা ওই ভূখণ্ডের মালিক হব। সেখানে থাকা সমস্ত বিপজ্জনক বোমা এবং অন্যান্য অস্ত্র ধ্বংস করব।’’ তাঁর দাবি, ‘‘আমরা গাজ়ার উন্নতি করব। সেখানে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে। এমন কিছু হবে, যার জন্য পশ্চিম এশিয়া গর্ববোধ করবে।’’ ট্রাম্পের কথায় সায় দেন নেতানিয়াহুও। মার্কিন প্রেসিডেন্টের ওই মন্তব্য নিয়ে বিশ্ব জুড়ে সমালোচনার ঝড় ওঠে। সেই আবহেই এ বার স্কটল্যান্ডে ট্রাম্পের রিসর্টে ভাঙচুরের ঘটনা ঘটল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement