জোড়া বিস্ফোরণ দামাস্কাসে, নিহত ৪০

জোড়া আত্মঘাতী হামলায় কেঁপে উঠল দামাস্কাস। শনিবারের এই হামলায় অন্তত ৪০ জন নিহত হন। জখম একশোরও বেশি। নিহতদের বেশির ভাগ ইরাকি তীর্থযাত্রী। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় নেয়নি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ মার্চ ২০১৭ ০২:১৭
Share:

রক্তস্নাত: জঙ্গি তাণ্ডব সিরিয়ার দামাস্কাসে। শনিবার জোড়া আত্মঘাতী হামলার পরে। ছবি: রয়টার্স।

জোড়া আত্মঘাতী হামলায় কেঁপে উঠল দামাস্কাস। শনিবারের এই হামলায় অন্তত ৪০ জন নিহত হন। জখম একশোরও বেশি। নিহতদের বেশির ভাগ ইরাকি তীর্থযাত্রী। এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী হামলার দায় নেয়নি।

Advertisement

শহরের বাব মুসাল্লা এলাকায় বাব আল-সাগির কবরস্থানের কাছে এই জোড়া ফিদাইন হামলা হয়েছে। দেশের অন্যতম প্রবীণ ও প্রাচীন কবরস্থান এটি। অনেক বিশিষ্ট ধর্মীয় নেতার সমাধিস্থল রয়েছে এখানে। প্রচুর শিয়া, বিশেষত ইরাকি তীর্থযাত্রীরা এখানে আসেন।

টিভি ফুটেজে দেখা যায়, রাস্তাঘাট রক্তে ভাসছে। পার্কিং লটে প্রচুর পোড়া বাস। ঠিক কী ভাবে বিস্ফোরণ হয়েছে তা স্পষ্ট নয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, কবরস্থানের কাছেই নিজেকে উড়িয়ে দেয় দুই জঙ্গি। নিহতের সংখ্যা নিয়েও ধন্দ আছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। দেশের অভ্যন্তরীণ মন্ত্রী মহম্মদ-আল-শার স্থানীয় হাসপাতালে আহতদের দেখতে গিয়েছেন। তিনি জানান, নিহতের সংখ্যা অন্তত ৪০। মন্ত্রীর দাবি, আততায়ীদের নিশানায় ছিল সাধারণ মানুষ ও পর্যটকেরা। ইরাকের স্থানীয় টিভিতেও দেখানো হয়েছে, নিহতদের মধ্যে ৪০ জন ইরাকের নাগরিক। এর মধ্যে আরবের পর্যটকও ছিলেন। গত বছরও দামাস্কাসের এক শিয়া ধর্মস্থানে বিস্ফোরণ
ঘটিয়েছিল আইএস।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement