Fraud

চড়া সুদ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সংস্থার ২৭ কোটি টাকা লোপাট! সিরডিতে এক ব্যক্তি গ্রেফতার কলকাতা পুলিশের হাতে

মুম্বইয়ের ওই সংস্থা দাবি করেছিল, স্বল্প মেয়াদে কলকাতার সংস্থার টাকা বৃদ্ধি পাবে। ৪৫ দিনে তারা টাকা ফেরত পেয়ে যাবে। অন্তত সাড়ে ৩ কোটি টাকা সুদ দেওয়ারও প্রতিশ্রুতি দেয়।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ ডিসেম্বর ২০২৫ ২০:৫৭
Share:

— প্রতীকী চিত্র।

টাকা জমা রাখলে স্বল্পমেয়াদেই মিলবে অনেক সুদ! একটু আধটু নয়, সেই পরিমাণ কোটি কোটি টাকা। এই প্রতিশ্রুতি দিয়েই কলকাতার এক শেয়ার কেনাবেচা করা সংস্থার থেকে মুম্বইয়ের এক সংস্থা কোটি কোটি টাকা হাতিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় সিরডি থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

Advertisement

বৌবাজার থানায় অভিযোগ দায়ের করেছিল কলকাতার এক সংস্থা। তারা জানায়, গত জুলাই-অগস্টে প্রায় ২৭ কোটি টাকা দেওয়া হয় মুম্বইয়ের ওই সংস্থাকে। প্রথমে মুম্বইয়ের সংস্থার অ্যাকউন্টে সরাসরি প্রায় ১৫ কোটি টাকা পাঠায় কলকাতার সংস্থা। তার পরে ১২ কোটি টাকা বিভিন্ন ভাবে অন্য অ্যাকাউন্টে তারা পাঠায়।

মুম্বইয়ের ওই সংস্থা দাবি করেছিল, স্বল্প মেয়াদে কলকাতার সংস্থার টাকা বৃদ্ধি পাবে। ৪৫ দিনে তারা টাকা ফেরত পেয়ে যাবে। অন্তত সাড়ে ৩ কোটি টাকা সুদ দেওয়ারও প্রতিশ্রুতি দেয়। কলকাতার সংস্থা জানায়, এই প্রতিশ্রুতি পেয়েই তারা টাকা পাঠিয়েছিল। কিন্তু সময়সীমা পেরিয়ে গেলেও সুদ বা আসল, কোনও টাকা তারা পায়নি বলে অভিযোগ। এর পরেই প্রতারণার অভিযোগ জানিয়ে থানায় যায় কলকাতার সংস্থা। তার পরেই সিরডি থেকে বিজয় তুলসীরাম কোটে নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁকে আদালতে হাজির করিয়ে হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement