—প্রতীকী ছবি।
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল উত্তর-পূর্ব জাপান। তার জেরে সুনামিও হয়। মঙ্গলবার ভোর ছ’টা নাগাদ কম্পন অনুভূত হয়। জাপানের ভূকম্প বিষয়ক সংস্থা জানিয়েছে, তীব্রতা রিখটার স্কেলে ৭.৪। এর জেরে ফুকুশিমা পরমাণু কেন্দ্রে এক ঘণ্টা কাজ বন্ধ ছিল। আহত ১৭। ওই সংস্থার দাবি, ২০১১-র মার্চে হওয়া মেগা-কম্পনের আফটার শকের জেরেই এই কম্পন। ২০১১-র সুনামিতে প্রায় ১৯ হাজার লোক মারা যান। নিখোঁজও হন বহু। তার ফলে স্বাভাবিক ভাবেই আতঙ্ক ছড়ায় উপকূল অঞ্চলে। সেখানকার বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। গোটা সপ্তাহ এই মাত্রার কম্পন হতে পারে বলে সতর্কতা জারি করেছে ওই সংস্থা।