Earthquake in Pakistan

পাকিস্তানে ভূমিকম্প! কেঁপে উঠল পাক অধিকৃত কাশ্মীর এবং সংলগ্ন এলাকা

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। ভূমিকম্পের উৎসস্থল ছিল পাকিস্তানের উত্তর প্রান্তে খাইবার পাখতুনখোয়া প্রদেশে। পাক অধিকৃত কাশ্মীরের বিস্তীর্ণ অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ মে ২০২৫ ১৬:৪৪
Share:

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান। — প্রতীকী চিত্র।

ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান! সোমবার বিকেলে পাকিস্তানের উত্তর প্রান্তে কম্পন অনুভূত হয়েছে। ভারতীয় সময় অনুসারে বিকেল ৪টে নাগাদ কম্পনটি হয়েছে। ভারতের জাতীয় ভূবিজ্ঞান সর্বেক্ষণ সংস্থা সমাজমাধ্যমে ভূমিকম্পের উৎসস্থলের যে মানচিত্র প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে পাক অধিকৃত কাশ্মীর লাগোয়া এলাকাতেই ভূমিকম্পটি হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.২। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীর কম্পনটি হয়েছে।

Advertisement

পাক অধিকৃত কাশ্মীরের গিলগিট অঞ্চলে কম্পন অনুভূত হয়েছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ ভূমিকম্পের উৎসস্থল। কম্পন অনুভূত হয়েছে আফগানিস্তানের উত্তর-পূর্ব প্রান্ত এবং তাজিকিস্তানের কিছু অঞ্চলেও। তবে ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।

সোমবার পাকিস্তানের উত্তর প্রান্ত এবং আশপাশের অঞ্চলে দফায় দফায় ভূমিকম্প হয়েছে। ভারতীয় সময় অনুসারে, সোমবার বেলা সাড়ে ১১টা নাগাদ তাজিকিস্তানে ভূমিকম্প হয়। সেটির কম্পন অনুভূত হয় আফগানিস্তান এবং পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া অঞ্চলে। পরে দুপুর সাড়ে ১২টা নাগাদ ফের ভূমিকম্প হয় আফগানিস্তানে। পাকিস্তান সীমান্ত লাগোয়া একটি অঞ্চল ছিল ভূমিকম্পের উৎসস্থল। এই ভূমিকম্পেও প্রভাব পড়ে খাইবার পাখতুনখোয়া এবং পাক অধিকৃত কাশ্মীরের কিছু অঞ্চলে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement