elephant

Viral: হস্তিশাবকের ধুলো স্নানের দৃশ্যে আপ্লুত নেটাগরিকরা

ভিডিয়োটি টুইটারে পোস্ট করেছে কেনিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এরা অনাথ বন্যপ্রাণীদের দেখভাল করে।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ০৪ জুলাই ২০২১ ১৯:৪০
Share:

কিনেই-র ধুলো স্নান। ছবি: টুইটার

একটি হাতির ধুলোয় গড়াগড়ি খাওয়ার ভিডিয়ো নেট মাধ্যমে ছড়িয়েছে। ভিডিয়োটি দেখে আশ মিটছে না নেটাগরিকদের। ৩০ সেকেন্ডের ওই ভিডিয়োয় একটি হস্তিশাবককে দেখা যাচ্ছে ধুলো স্নান করতে। কখনও ধুলোয় বসে, কখনও শুঁড় দিয়ে ধুলো ছুড়ে মনের আনন্দে ধুলো মাখছে সে।

Advertisement

টুইটারে ওই ভিডিয়ো পোস্ট করেছিল কেনিয়ার একটি স্বেচ্ছাসেবী সংস্থা শেলড্রিক ওয়াইল্ডলাইফ। সংস্থাটি অনাথ বন্যপ্রাণীদের দেখভাল করে। হস্তিশাবকের ধুলো স্নাানের ভিডিয়োটি পোস্ট করে তারা লিখেছে, ‘ধুলো স্নান একটা দারুণ মজার ব্যাপার। কিনেই-কে দেখলেই বুঝবেন। তবে এই ধুলো স্নানের উপকারিতাও আছে। ধুলো এই সব বন্য শিশুদের ত্বককে সূর্যের প্রখর রোদ থেকে বাঁচায়। তাই ধুলো স্নান ওদের দৈনিক রুটিনের মধ্যেই পড়ে।'

Advertisement

ভিডিয়োটি যে নেটাগরিকদের মন ভাল করে দিয়েছে, তা স্পষ্ট। কারণ পোস্ট হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেটি প্রায় ৭০০০ বার দেখে ফেলেছেন টুইটার ব্যবহারকারীরা। লাইক করেছেন ১২ হাজার ব্যবহারকারী।

কিনেই নামের ওই হাতিটির ধুলো মাখার ভিডিয়োয় নানারকম মন্তব্যও করেছেন নোটাগরিকরা। কেউ লিখেছেন, ‘কিনেই-এর আনন্দ দেখলে মন ভাল হয়ে যাবে।’ কেউ আবার লিখেছেন, ‘কিনেই-কে দেখে আমার ঘুম থেকে ওঠার সময় বিছানায় গড়াগড়ি দেওয়ার কথা মনে পড়ে যাচ্ছে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন