Japan

জেলে ঠিকমতো খাবার মেলে না, অভিযোগ ‘নিসান’-এর প্রাক্তন চেয়ারম্যান কার্লোসের

জাপানের জেলে বন্দি গাড়ি প্রস্তুতকারী সংস্থা ‘নিসান’-এর প্রাক্তন চেয়ারম্যান কার্লোস ঘোসন। কিন্তু অভিযোগ, জেলে ঠিকমতো সুযোগসুবিধা পাচ্ছেন না তিনি। শারীরিক অবস্থাও খারাপ হচ্ছে দিন দিন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৯ ২০:৩৮
Share:

ছবি: শাটারস্টক

জাপানের জেলে বন্দি গাড়ি প্রস্তুতকারী সংস্থা ‘নিসান’-এর প্রাক্তন চেয়ারম্যান কার্লোস ঘোসন। কিন্তু অভিযোগ, জেলে ঠিকমতো সুযোগসুবিধা পাচ্ছেন না তিনি। শারীরিক অবস্থাও খারাপ হচ্ছে দিন দিন। এর প্রতিকার চেয়ে এ বার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচে চিঠি দিলেন তাঁর স্ত্রী।

Advertisement

জাপানের কঠোর বিচার ব্যবস্থার কতটা অমানবিক, তার একটি ‘কেস স্টাডি’ হতে পারে তাঁর স্বামী, এই বলে প্রাক্তন ‘নিসান’ চেয়ারম্যানের স্ত্রী ক্যারোল ঘোসন গত সোমবার চিঠি লেখেন ওই সংগঠনের টোকিয়ো শাখায়। গত বছরের ১৯ নভেম্বর নিজের আয় কম করে দেখানোর জন্য এবং অবৈধ ভাবে সৌদির এক জন ব্যবসায়ীকে টাকা দেওয়ার জন্য গ্রেফতার হন কার্লস ঘোসন। কিন্তু টোকিয়ো আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

ঘোসনের স্ত্রী ক্যারোলের চিঠিতে কী ভাবে কার্লোসকে গারদে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছে তা জানিয়ে অভিযোগ করা হয়েছে ওই মানবাধিকার সংগঠনের কাছে। সপ্তাহে মাত্র দু’দিন স্নান করার সুযোগ দেওয়া হয় তাঁকে। এমনকি, জেলে তাঁর স্বামীকে ঠিকমতো খেতেও দেওয়া হচ্ছে না বলে অভিযোগ এনেছেন তিনি। দু’সপ্তাহে প্রায় ৩০ কেজি ওজন কমে গিয়েছে তাঁর, বলে জানান ক্যারোল। তাঁর স্বামীর থেকে স্বীকারোক্তি আদায় করার জন্যই তাঁর সঙ্গে এমন ব্যবহার করছেন জেলকর্মীরা, এই অভিযোগও করেন তিনি।

Advertisement

যদিও এই নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি জাপানের হিউম্যান রাইটস্ ওয়াচ সংস্থার প্রধান কান-ই-দই।

আরও পড়ুন: স্ট্যাচু অব লিবার্টি খোলা, এটাই রক্ষে!

আরও পড়ুন: ঝাঁকে ঝাঁকে ভাসছে মাকড়সা, কোথায় ঘটল এমন ঘটনা?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement