রোমিওর জন্য জুলিয়েট খুঁজে দিতে মরিয়া চেষ্টা বিজ্ঞানীদের!

একটি ডেটিং ওয়েবসাইটে রোমিওর জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যেখানে লেখা রয়েছে, ‘হাই আমি রোমিও৷ বলিভিয়ার সেহোয়েলসাস ওয়াটার ফ্রগ৷ আমি খুব সাধারণ ছেলে৷ রাতে ঘরেই থাকতে পছন্দ করি৷ খেতে ভালোবাসি৷ খাবার শেষ হয়ে গেলে আবারও খাই৷’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ১০:৩২
Share:

জুলিয়েটের খোঁজে রোমিও।

জুলিয়েটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ বার তাই ইন্টারনেট তোলপাড় করে খোঁজ শুরু হয়েছে তার। না, এ শেক্সপিয়ারের রোমিও-জুলিয়েট-এর জুলিয়েট নয়। এখানে রোমিও একটি ব্যাঙ!

Advertisement

রোমিও কিন্তু যে সে রকমের ব্যাঙ নয়। এটি একটি বিশেষ প্রজাতির ব্যাঙ, যা লুপ্ত হয়ে যেতে বসেছে। এটি একটি সেহোয়েলসাস ওয়াটার ফ্রগ। বলিভিয়ার বাসিন্দা। এখন তার বয়স এগারো বছর। কিন্তু এখনও মনের মতো সঙ্গী খুঁজে পায়নি সে। তাই বিরল এই ব্যাঙের প্রজাতিকে অবলুপ্তির হাত থেকে বাঁচাতে রোমিওর জন্য জুলিয়েট খুঁজতে উদ্যোগী হয়েছে কোচাবাম্বা ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম কর্তৃপক্ষ।

গ্লোবাল ওয়াইল্ডলাইফ কনজারভেশনের বিজ্ঞানী আর্তুরো মুনোজ জানিয়ছেন, “আমরা রোমিওকে হাল ছাড়তে দেব না। তাই রোমিওর প্রজাতির একটি মেয়ে ব্যাঙের খোঁজ শুরু করে দিয়েছি।”

Advertisement

আরও পড়ুন: ‘ভুল’ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন যাঁরা

একটি ডেটিং ওয়েবসাইটে রোমিওর জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। যেখানে লেখা রয়েছে, ‘হাই আমি রোমিও৷ বলিভিয়ার সেহোয়েলসাস ওয়াটার ফ্রগ৷ আমি খুব সাধারণ ছেলে৷ রাতে ঘরেই থাকতে পছন্দ করি৷ খেতে ভালোবাসি৷ খাবার শেষ হয়ে গেলে আবারও খাই৷’

রোমিওর সেই প্রোফাইল।

রোমিওর ম্যারিটাল স্ট্যাটাস-এ লেখা রয়েছে, ‘এখনও অবিবাহিত। সন্তান? নেই।’

আরও পড়ুন: ক্লাস ফাইভের এই অঙ্কটি করতে পারবেন?

বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই জাতের ব্যাঙ মোটামুটি ১৫ বছর পর্যন্ত বাঁচে। তাই হাতে আর বড়জোড় চার বছর সময় আছে। কোচাবাম্বা ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম ভ্যালেনটাইন্স ডে-র মধ্যেই রোমিওর জন্য জুলিয়েট খুঁজে দিতে উঠে পড়ে লেগেছে। এর জন্য ১৫ হাজার ডলার বা ভারতীয় মূল্যে প্রায় সাড়ে ৯ লক্ষ টাকার একটি তহবিলও গড়ে তোলা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন