Fake Call Center in Islamabad

ইসলামাবাদে ভুয়ো কলসেন্টার, খবর চাউর হতেই অবাধে লুটপাট! কম্পিউটার, আসবাব বাদ গেল না কিছুই

সম্প্রতি ভুয়ো কলসেন্টারের হদিস পায় পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। সেই খবর পাওয়ার পর সোমবার ওই কলসেন্টারে তল্লাশি অভিযানে যায় তদন্তকারী সংস্থাটি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৫ ১৩:৩৯
Share:

কলসেন্টার থেকে লুটপাট করা হচ্ছে। ছবি: সংগৃহীত।

ইসলামাবাদে ভুয়ো কলসেন্টারের সন্ধান মিলতেই সেখানে চলল অবাধে লুটপাট। খবর চাউর হতেই কলসেন্টারে হুড়মুড়িয়ে ঢুকে পড়েন স্থানীয়েরা। তার পরই সেখান থেকে যে যা পেরেছেন তুলে নিয়ে গিয়েছেন। সূত্রের খবর, ওই কলসেন্টারে একশোরও বেশি লোক জোর করে ঢুকে পড়েন। তার পর ডেস্কটপ, ল্যাপটপ, টেবিল, চেয়ার-সব বিভিন্ন আসবাব, এমনকি ওই সেন্টারের বৈদ্যুতিক আলো, তার কোনও কিছুই বাদ দেননি তাঁরা।

Advertisement

সম্প্রতি ভুয়ো কলসেন্টারের হদিস পায় পাকিস্তানের ফেডেরাল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ)। সেই খবর পাওয়ার পর সোমবার ওই কলসেন্টারে তল্লাশি অভিযানে যায় তদন্তকারী সংস্থাটি। এফআইএ সূত্রে খবর, ইসলামাবাদের সেক্টর এফ-১১-এ ওই কলসেন্টারটি চালাচ্ছিলেন কয়েক জন চিনা নাগরিক। গোপন সূত্রে এফআইএ-র কাছে খবর আসে, ইসলামাবাদের একটি কলসেন্টার থেকে নানা রকম অবৈধ কাজকর্ম চলছে। সেই খবর পেয়েই সোমবার তল্লাশি অভিযানে যায় এফআইএ।

তদন্তকারীরা কলসেন্টার ছেড়ে বেরিয়ে যাওয়ার পরই স্থানীয়দের ভিড় আছড়ে পড়ে সেখানে। তার পর যে যা হাতের সামনে পেয়েছেন, সেগুলিই লুটপাট করে নিয়ে গিয়েছেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এফআইএ সূত্রে খবর, ভুয়ো কলসেন্টার চালানোর ঘটনায় কয়েক জন বিদেশি-সহ ২৪ জনকে গ্রেফতার করা হয়েছে। লুটপাটের ঘটনা পাকিস্তানে প্রথম নয়। গত বছরের সেপ্টেম্বরে করাচিতে একটি শপিং মলে কয়েকশো লোকজন ঢুকে অবাধে লুটপাট চালানোর অভিযোগ ওঠে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement