North Carolina

ভিসার নামঞ্জুর, মৃত মেয়ের শেষযাত্রায় সঙ্গী হতে পারলেন না বাবা

কিন্তু মেয়ের শেষযাত্রায় সঙ্গী হতে পারলেন না বাবা নোয়ে আগুইলার। ব্যবসার জন্য গুয়াতেমালাতেই থাকতেন তিনি। গুয়াতেমালা থেকে আমেরিকা আসার জন্য অস্থায়ী ভিসা প্রত্যাখ্যান হওয়ায় মেয়ের অন্ত্যেষ্টিক্রিয়াতে যোগ দেওয়া হলনা তাঁর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০১৮ ১৩:৪৪
Share:

হানিয়া আগুইলার। ছবি: লাম্বারটন পুলিশ ডিপার্টমেন্টের সৌজন্যে প্রাপ্ত

‘আমি আশা করেছিলাম যে আমার মেয়ের শেষযাত্রায় অন্তত তার সঙ্গী হতে পারব আমি। কিন্তু পারলাম না। সে আমার রাজকুমারী ছিল, আছে আর থাকবেও। শান্তিতে ঘুমিয়ো, রাজকুমারী! যে তোমায় খুন করেছে, সে শুধু তোমার জীবনটাই নিয়েছে; কিন্তু খুশিটা নয়।’

Advertisement

মৃত মেয়ের উদ্দেশ্যে বাবার লেখা এই চিঠি পড়ে শোনাচ্ছেন মা, আর তাই দেখে আবেগে চোখের জল ধরে রাখতে পারছেন না অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানকারীরা। সম্প্রতি এরকমই একটি হৃদয়বিদারক ঘটনার সাক্ষী থাকল নর্থ ক্যারোলিনার লাম্বারটন শহর।

৫ নভেম্বরের সকাল। স্কুলে যাবে বলে বাড়ির বাইরে অপেক্ষা করছিল নর্থ ক্যারোলিনার বছর তেরোর হানিয়া আগুইলার। সেই সময়েই তাকে অপহরণ করে মাইকেল রে ম্যাকলেলান বলে এক ব্যক্তি। পরে ২৭ নভেম্বর রবসন কাউন্টির রাস্তার ধারে মৃতদেহ পাওয়া তার। মৃত্যুর আগে তাকে ধর্ষণ ও অত্যাচার করা হয়েছিল বলে জানা যায় পুলিশ সূত্রে।

Advertisement

আরও পড়ুন: নামমাত্র দামে ভাল বাড়ি খুঁজছেন? চলে আসুন এখানে

কিন্তু মেয়ের শেষযাত্রায় সঙ্গী হতে পারলেন না বাবা নোয়ে আগুইলার। ব্যবসার জন্য গুয়াতেমালাতেই থাকতেন তিনি। গুয়াতেমালা থেকে আমেরিকা আসার জন্য অস্থায়ী ভিসা প্রত্যাখ্যান হওয়ায় মেয়ের অন্ত্যেষ্টিক্রিয়াতে যোগ দেওয়া হলনা তাঁর।

আরও পড়ুন: গিজার পিরামিডের উপর নগ্ন অবস্থায় ছবি-ভিডিয়ো তুললেন যুগল!

নোয়ে আগুইলারের আইনজীবী নাঈমে সালেম একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে জানান, নিজের দেশ গুয়াতেমালার সঙ্গে যথেষ্ট সম্পর্ক নেই, এই যুক্তি দেখিয়ে গুয়াতেমালার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা তাঁর ভিসার আবেদন নাকচ করে দেন। কিন্তু গুয়াতেমালাতে নিজের পরিবার ও পারিবারিক ব্যবসা আছে বলে জানিয়েছেন সালিম। আন্তর্জাতিক পর্যটকদের বৈধ ভ্রমণ সহজতর করার জন্য মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সর্বদা সচেষ্ট বললেও, এই ব্যাপারে এখনও কোনও মন্তব্য করতে রাজি হয়নি তারা।

অপহরণকারী মাইকেল রে ম্যাকলেলানকে হত্যা, ধর্ষণ, অপহরণ সহ ১০ টি অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন