গেম খেলার সময় বিরক্ত করায় দু’বছরের মেয়েকে খুন করল বাবা!

বাবার পাশেই শুয়ে খেলা করছিল একরত্তি মেয়েটি। বয়স মাত্র ২ বছর। বাবাও খেলা করছিলেন। তবে তার সঙ্গে নয়। নিজের ল্যাপটপে বুঁদ হয়ে। মেয়ে বারবারই বাবার ল্যাপটপ গেম-এ বাধা হয়ে দাঁড়াচ্ছিল। বাবাকে বিরক্ত করছিল। সে জন্যই নিজের পুরুষালী হাতে বিছানাতেই চেপে ধরে মেয়ের নাক-মুখ। শ্বাস রোধ হয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তার ছটফটানি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ১৩:৪৫
Share:

বাবার পাশেই শুয়ে খেলা করছিল একরত্তি মেয়েটি। বয়স মাত্র ২ বছর। বাবাও খেলা করছিলেন। তবে তার সঙ্গে নয়। নিজের ল্যাপটপে বুঁদ হয়ে। মেয়ে বারবারই বাবার ল্যাপটপ গেম-এ বাধা হয়ে দাঁড়াচ্ছিল। বাবাকে বিরক্ত করছিল। সে জন্যই নিজের পুরুষালী হাতে বিছানাতেই চেপে ধরে মেয়ের নাক-মুখ। শ্বাস রোধ হয়ে আস্তে আস্তে বন্ধ হয়ে যায় তার ছটফটানি। চিরতরে বন্ধ হয়ে যায় তার খেলাও। আমেরিকার ঘটনা। ৩১ বছরের অ্যান্টনি মাইকেল স্যানডারকে গ্রেফতার করেছে ওয়াশিংটন পুলিশ। পুলিশের কাছে মেয়েকে খুনের কথা স্বীকার করে নিয়েছেন অ্যান্টনি।

Advertisement

আরও পড়ুন: বৌ-মেয়েকে কুপিয়ে নির্বিকার

পুলিশ জানায়, মেয়েকে খুনের পরেও অ্যান্টনি নির্বিকার ছিলেন। পাশের ঘরে গিয়ে স্ত্রী-কে জানান যে হাজার ডাকাডাকি করলেও নাকি মেয়ের ঘুম ভাঙছে না। এরপরেই তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে দেখে দু’বছরের এলির ঠোঁট, চোখ এবং কানের চারপাশ ফুলে রয়েছে। রক্তের ছাপ সেখানে স্পষ্ট। এমনকী দেহের বিভিন্ন অংশে কামড়ের দাগও রয়েছে। শ্বাসরোধের সঙ্গে মেয়েকে কামড়েও নেন তিনি। সন্দেহ হওয়ার বাবা অ্যান্টনিকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় এই নৃসংশ ঘটনা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement