California Bomb Blast

আত্মঘাতী হামলা? ক্যালিফর্নিয়ার স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বিস্ফোরণে সন্ত্রাস-যোগ, তদন্তে এফবিআই

ক্যালিফর্নিয়ার পাম স্প্রিংসের কেন্দ্রস্থলে থাকা ওই স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এর প্রতিঘাতে ওই স্বাস্থ্যকেন্দ্রের বেশ কয়েকটি ব্লকের জানলা উড়ে গিয়েছে। এক জনের মৃত্যুর খবরও মিলেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ মে ২০২৫ ১২:৫১
Share:

ক্যালিফর্নিয়ার এক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বিস্ফোরণ। ছবি: পিটিআই।

ক্যালিফর্নিয়ার পাম স্প্রিংসের এক স্বাস্থ্যকেন্দ্রের বাইরে বিস্ফোরণ। কেঁপে উঠল গোটা এলাকা। বহু দূর পর্যন্ত শোনা গেল বিস্ফোরণের শব্দ। এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর মিলেছে। আহত আরও কয়েক জন। তবে কী কারণে বা কী থেকে এই বিস্ফোরণ, তা এখনও স্পষ্ট নয়। যদিও এফবিআই ঘটনাটিকে সন্ত্রাসবাদী কার্যকলাপ বলে জানিয়েছে।

Advertisement

শনিবার স্থানীয় সময় সকাল ১১টা নাগাদ পাম স্প্রিংসের কেন্দ্রস্থলে থাকা ওই স্বাস্থ্যকেন্দ্রের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই স্বাস্থ্যকেন্দ্রের বেশ কয়েকটি ব্লকের জানলা উড়ে গিয়েছে। ধসে পড়ে কিছু অংশও। কর্তৃপক্ষের ধারণা, ওই ক্লিনিকের পার্কিং লটে বা তার কাছাকাছি থাকা কোনও গাড়ি থেকে বিস্ফোরণ ঘটেছে।

তদন্তে জানা গিয়েছে, ঘটনাস্থলে শুধুমাত্র একটি গাড়ির কিছু অংশ পড়ে ছিল। লস অ্যাঞ্জেলসের এফবিআইয়ের এক কর্তা আকিল ডেভিসের কথায়, ‘‘বিস্ফোরণে যে ব্যক্তির মৃত্যু হয়েছে, তদন্তের স্বার্থে তাঁর পরিচয় প্রকাশ করা হচ্ছে না।’’ অনুমান, এই বিস্ফোরণকাণ্ডের সঙ্গে ওই ব্যক্তির যোগ থাকতে পারে। হতে পারে যে গাড়ি থেকে বিস্ফোরণ হয়, সেই গাড়িতেই ছিলেন তিনি। অর্থাৎ, আত্মঘাতী হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না গোয়েন্দারা।

Advertisement

সূত্রের খবর, ঘটনাস্থল থেকে একটি একে ৪৭ রাইফেলও উদ্ধার করা হয়েছে। সেই সব বিষয় খতিয়ে দেখেই ঘটনায় সন্ত্রাসবাদীদের যোগ রয়েছে বলে মনে করছে এফবিআই। ডেভিসের কথায়, ‘‘এটি সম্ভবত দক্ষিণ ক্যালিফর্নিয়ার সবচেয়ে বড় বিস্ফোরণের ঘটনা।’’ যদিও এখনও পর্যন্ত হামলার উদ্দেশ্য স্পষ্ট নয়। এই সন্ত্রাসবাদী কাণ্ডে নেপথ্যে কোন সংগঠন যুক্ত, তারা আন্তর্জাতিক নাকি অভ্যন্তরীণ— তা স্পষ্ট করেননি গোয়েন্দারা।

হামলার ঘটনায় স্বাভাবিক ভাবেই উত্তেজনা ছড়িয়েছে। যদিও ক্লিনিক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁদের কর্মীরা অক্ষত। এমনকি ক্লিনিকের তেমন ক্ষতি হয়নি। হামলার পর পরই বিভিন্ন সতর্কতা অবলম্বন করা হয়েছে। স্থানীয়দের মধ্যে আতঙ্ক থাকলেও, পুলিশের তরফে সকলকে আশ্বস্ত করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement