সৌদি হাসপাতালে আগুন, জীবন্ত দগ্ধ ২৫ রোগী

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল সৌদি আরবের একটি হাসপাতাল। অসহায় অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে জীবন্ত দগ্ধ হলেন রোগীরা। অন্তত ২৫ জনের মৃত্যুর খবর স্বীকার করেছে সৌদি প্রশাসন। আরও ১০০ জন দগ্ধ। তাঁদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৫ ১৪:৪৯
Share:

স্কাই ল্যাডার থেকে চলছে আগুন নেভানোর কাজ। ছবি: রয়টার্স।

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল সৌদি আরবের একটি হাসপাতাল। অসহায় অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে জীবন্ত দগ্ধ হলেন রোগীরা। অন্তত ২৫ জনের মৃত্যুর খবর স্বীকার করেছে সৌদি প্রশাসন। আরও ১০০ জন দগ্ধ। তাঁদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

Advertisement

সৌদি আরবের দক্ষিণাংশে জাজান শহরের একটি হাসপাতালে এই অগ্নিকাণ্ড হয়। দমকল ও সিভিল ডিফেন্সের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। তবে হাসপাতাল ততক্ষণে এতটাই আগুনের গ্রাসে যে সহজে তা নিয়ন্ত্রণে আনা যায়নি। সারা রাত লড়াইয়ের পর পরিস্থিতি কিছুটা আয়ত্তে আসে। তবে তত ক্ষণে হাসপাতালের ভিতরে পুড়ে মৃত্যু হয়েছে ২৫ জনের। দগ্ধ হয়ে গুরুতর অবস্থা আরও ১০০ জনের। দ্রুত তাঁদের স্থানান্তরিত করা হয় আশপাশের অন্যান্য হাসপাতালে।

জাজান শহরটি ইয়েমেন সীমান্তের কাছে অবস্থিত। ইয়েমেনের একটি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সৌদি সেনার সংঘর্ষে মাঝেমধ্যেই উত্তপ্ত হয় জাজান। গত সপ্তাহেও বিদ্রোহীদের ছোড়া রকেট প্রতিহত করেছিল সৌদি আরবের সেনাবাহিনী। জাজানের হাসপাতালে গত রাতের আগুন সে রকম কোনও রকেট হামলা থেকে লেগেছে কি না খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement