Fire on Flight

আবার মাঝ-আকাশে বিপত্তি! যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লাগল অস্ট্রেলিয়ার বিমানে, কী ভাবে রক্ষা?

সোমবার ভার্জিন অস্ট্রেলিয়ার ভিএ১৫২৮ বিমানটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু অবতরণের কিছু ক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে গলগল করে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ জুলাই ২০২৫ ১০:৪৩
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

যাত্রীদের মালপত্রের ভিতর ছিল একটি পাওয়ার ব্যাঙ্ক। আর তা থেকেই বিপত্তি! মাঝ-আকাশে আচমকা আগুন লেগে গেল যাত্রিবাহী বিমানের অন্দরে। সোমবার অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টগামী ‘ভার্জিন অস্ট্রেলিয়া’ সংস্থার একটি বিমানে ঘটনাটি ঘটেছে। বিমানকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়। এর কিছু ক্ষণ পরেই নিরাপদে অবতরণ করে বিমানটি।

Advertisement

জানা গিয়েছে, সোমবার ভার্জিন অস্ট্রেলিয়ার ‘ভিএ১৫২৮’ বিমানটি অস্ট্রেলিয়ার সিডনি থেকে হোবার্টের উদ্দেশে রওনা দিয়েছিল। কিন্তু অবতরণের কিছু ক্ষণ আগে আচমকা ওভারহেড লকার থেকে গলগল করে ধোঁয়া এবং আগুন বেরোতে দেখা যায়। তড়িঘড়ি আগুন নেভাতে তৎপর হন বিমানকর্মীরা। জানা যায়, যাত্রীদের মালপত্রের ভিতর থাকা একটি পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লেগেছিল। দ্রুত ওই ব্যাগটিকে সরিয়ে ফেলা হয়। এর কিছু ক্ষণ পর নিরাপদে অবতরণ করে বিমানটি। তবে ওই ঘটনায় হতাহতের কোনও খবর মেলেনি।

ভার্জিন অস্ট্রেলিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘আমরা সর্বদা আমাদের যাত্রী এবং ক্রুদের নিরাপত্তাকেই অগ্রাধিকার দিই। সোমবারের ঘটনায় দ্রুত পদক্ষেপ করার জন্য আমাদের কেবিন ক্রুদের ধন্যবাদ। জরুরি পরিষেবা দলগুলিকেও ধন্যবাদ, যারা বিমানটি নামার সঙ্গে সঙ্গে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে।’’ হোবার্ট বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ম্যাট ককার বলেন, ‘‘সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয়। এক ব্যক্তির ধোঁয়ার কারণে শ্বাসকষ্ট হচ্ছিল। প্যারামেডিকরা তাঁকে পরীক্ষা করে দেখেন।’’ তবে আপাতত সকলেই সুস্থ এবং অক্ষত রয়েছেন বলে খবর।

Advertisement

তবে কী ভাবে বিমানে আগুন লাগল তা এখনও অজানা। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) এবং সিভিল অ্যাভিয়েশন সেফটি অথরিটি (সিএএসএ) যৌথ ভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। যদি সত্যিই পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লেগে থাকে, তা হলে উড়ানে লিথিয়াম ব্যাটারির ব্যবহার সংক্রান্ত নীতি পর্যালোচনা করে দেখতে হবে বিমান সংস্থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement