যাত্রীরা নামতেই গোটা বিমান দাউ দাউ করে জ্বলে গেল!

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি চাঙ্গি বিমানবন্দর থেকে ইতালির মিলানের উদ্দেশে রওনা দিয়েছিল। তখন স্থানীয় সময় রাত আড়াইটে। বিমানে ২২২ জন যাত্রী ও ১৯ জন কর্মী ছিলেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৬ ১৭:৫৪
Share:

সিঙ্গাপুর এয়ারলাইন্সের বিমানটি চাঙ্গি বিমানবন্দর থেকে ইতালির মিলানের উদ্দেশে রওনা দিয়েছিল। তখন স্থানীয় সময় রাত আড়াইটে। বিমানে ২২২ জন যাত্রী ও ১৯ জন কর্মী ছিলেন।

Advertisement

এসকিউ৩৬৮ বিমানটি ওড়ার কিছু ক্ষণের মধ্যেই পাইলট বুঝতে পারেন কিছু একটা গড়বড় হয়েছে। তিনি দেখেন, বিমানের ইঞ্জিন থেকে তেল চুঁইয়ে পড়ছে। সঙ্গে সঙ্গে বিমান ঘুরিয়ে ফের চাঙ্গি বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। রানওয়েতে নামতে নামতেই বিমানটিতে আগুন ধরে যায়। যাত্রীরা তখনও বিমানের ভিতরে। তাঁদের কোনও মতে বিমান থেকে বের করে নিয়ে আসা হয়।

যাত্রীদের বিমান থেকে নামানোর সঙ্গে সঙ্গেই গোটা বিমানটিতে দাউ দাউ জ্বলে যায়। মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকাটি। অল্পের জন্য রক্ষা পান যাত্রীরা। এক যাত্রীর কথায়, “প্রায় এক ঘণ্টা হয়ে গিয়েছিল বিমান তখন আকাশে। হঠাত্ই একটা গ্যাসের গন্ধ গোটা বিমানে ছড়িয়ে পড়ে। কিছু একটা গড়বড় হয়েছে বুঝে পাইলট তখনই বিমান নামিয়ে আনার সিদ্ধান্ত নেন। বিশাল বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছি।”

Advertisement

আর এক যাত্রী বলেন, “ভয়াবহ! বিমানে যে ভাবে আগুন লেগে গিয়েছিল, তাতে অনেক যাত্রীরই প্রাণহানি ঘটতে পারত।”

প্রায় ১০ মিনিটের চেষ্টায় আগুন আয়ত্তে আনেন দনকলকর্মীরা। পরে যাত্রীদের একটি বিমানের ব্যবস্থা করে গন্তব্যস্থলের উদ্দেশে রওনা করিয়ে দেওয়া হয়।

ভিডিওটি দেখতে ক্লিক করুন

আরও খবর...

ক্যানসার আক্রান্ত ছেলেকে সান্ত্বনা দিতে অভিনব ট্যাটু বাবার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন