International news

পুরুষদের স্টেডিয়ামে এ বার বসলেন সৌদি নারীরাও

রিয়াধের এই স্টেডিয়ামটির নাম কিঙ্গ ফাদ স্টেডিয়াম। এই ফুটবল স্টেডিয়ামে একসঙ্গে ৪০ হাজার লোক বসে খেলা দেখতে পারেন। এ দিন অবশ্য স্টেডিয়ামে কোনও ফুটবল ম্যাচ ছিল না।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৭ ১৬:০১
Share:

স্টেডিয়ামে বসে রয়েছেন মহিলারা।

একটু একটু করে হলেও বদলাচ্ছে সৌদি আরব। মেয়েদের উপর সেখানে হাজারো নিষেধাজ্ঞার চাপ। আশার কথা, বর্তমান রাজার আমলে কিছু কিছু অর্জন করছেন সে দেশের মেয়েরা। এ বার সৌদির রাজধানী রিয়াধের ‘শুধুমাত্র পুরুষদের জন্য’ এক স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হল মেয়েদের।

Advertisement

রিয়াধের এই স্টেডিয়ামটির নাম কিঙ্গ ফাদ স্টেডিয়াম। এই ফুটবল স্টেডিয়ামে একসঙ্গে ৪০ হাজার লোক বসে খেলা দেখতে পারেন। এ দিন অবশ্য স্টেডিয়ামে কোনও ফুটবল ম্যাচ ছিল না। সৌদির ৮৭ তম ন্যাশনাল ডে উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল সৌদি প্রশাসন। পরিবারের সঙ্গে স্টেডিয়ামে উপস্থিত হয়ে সেই অনুষ্ঠান দেখলেন সৌদি মহিলারা।

আরও পড়ুন: নিজের বিপদ ডেকে আনছে আমেরিকা, রাষ্ট্রপুঞ্জে হুঙ্কার উত্তর কোরিয়ার

Advertisement

পৃথিবীর অন্যতম রক্ষণশীল মুসলিম দেশ সৌদি আরব। সেখানে মহিলাদের চলাফেরার উপরে বহু নিষেধাজ্ঞা। সৌদির রাস্তায় মহিলারা গাড়ি চালাতে পারেন না। স্বামী বা পরিবারের কোনও সদস্য ছাড়া বাইরে বেরোতে পারেন না। পশ্চিমি পোশাক এবং চড়া প্রসাধন ব্যবহার করতে পারেন না। পড়াশোনা করতে গেলে, বেড়াতে যেতে হলে সৌদি মেয়েদের বাবা, ভাই, স্বামীর মতো পরিবারের কোনও না কোনও পুরুষ সদস্যের অনুমতি নিতেই হবে। খেলাধুলোতেও অনুমতি নেই সৌদি মেয়েদের।

বর্তমান সৌদি ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমন সম্প্রতি সৌদির অর্থনৈতিক এবং সামাজিক উন্নতির জন্য ‘ভিশন ২০৩০’ পরিকল্পনা নিয়েছেন। বেশ কিছু নিষেধাজ্ঞার বেড়াজাল কেটে ফেলা হচ্ছে। যেমন সম্প্রতি সৌদির পশ্চিম উপকূলে ২০০ কিলোমিটার এলাকা জুড়ে বিলাসবহুল পর্যটনকেন্দ্র গড়ে তুলছেন যুবরাজ সলমন। যেখানে পর্যটকদের মনোরঞ্জনের ভরপুর ব্যবস্থা থাকবে। বোরখা ছেড়ে মহিলারা বিকিনিও পরতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন