S. Jaishankar

শ্রীলঙ্কার পাশে দিল্লি, বোঝালেন জয়শঙ্কর

১৬ জানুয়ারি আইএমএফ-কে চিঠি দিয়ে অর্থ জোগানের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। শ্রীলঙ্কার ঋণ-কাঠামোর পুনর্বিন্যাসে সহায়তা করতে ভারতই প্রথম ঋণদানে এগিয়ে এসেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ০৭:০৫
Share:

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফাইল ছবি।

অন্য কারও মুখাপেক্ষী হয়ে বসে থাকেনি ভারত। শ্রীলঙ্কার অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য যা ঠিক বলে মনে করছে, সেটাই করেছে। আজ কলম্বো গিয়ে এ কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তাঁর কথায়,“আমরা দৃঢ় ভাবেই মনে করেছি, শ্রীলঙ্কার ঋণদাতারা কলম্বোকে বেহাল অবস্থা থেকে উদ্ধারের জন্য ব্যবস্থা নেবে। তবে ভারত অন্যকারও পদক্ষেপের জন্য বসে থাকেনি। আমরা আইএমএফ-কে আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছি, যাতে শ্রীলঙ্কা সম্পর্কে এগিয়ে যেতে পারে।”

Advertisement

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি আইএমএফ-কে চিঠি দিয়ে অর্থ জোগানের প্রতিশ্রুতি দিয়েছে ভারত। শ্রীলঙ্কার ঋণ-কাঠামোর পুনর্বিন্যাসে সহায়তা করতে ভারতই প্রথম ঋণদানে এগিয়ে এসেছে। চিন, জাপান, ভারত প্রয়োজনীয় অর্থ ঋণ দেওয়ার আশ্বাস দিলে তবেই আইএমএফ-এর প্যাকেজ শ্রীলঙ্কার জন্য ছাড়া হবে।

বিদেশমন্ত্রীর কথায়, ‘‘ভারত বিশ্বস্ত প্রতিবেশী, আস্থাভাজন অংশীদার, যে শ্রীলঙ্কার প্রয়োজনে বাড়তি পথ হাঁটতে তৈরি।’’প্রধানমন্ত্রী মোদীর তরফ থেকে তিনি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রম সিঙ্ঘেকে যত শীঘ্র সম্ভবভারত সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন। আজ যৌথ সাংবাদিক সম্মেলনে বিক্রম সিঙ্ঘও ভারতের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement

ভারত আজ জানিয়েছে, জ্বালানি, পর্যটন, পরিকাঠামোর মতো ক্ষেত্রে ভারত অদূর ভবিষ্যতেবড় মাপের বিনিয়োগ করতেচায়। এই মুহূর্তে জ্বালানিকেইশ্রীলঙ্কার সবচেয়ে বড় সঙ্কট হিসাবে চিহ্নিত করেছেন জয়শঙ্কর। তাঁর কথায়, গোটা অঞ্চলে জ্বালানিক্ষেত্রে নিরাপত্তা বাড়ানো প্রয়োজন। একমাত্র তা হলেই শ্রীলঙ্কা এর সুবিধা নিতে পারবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন