Imran Khan Death Rumour

মুনিরের নির্দেশেই হচ্ছে মানসিক নির্যাতন! ইমরানের সঙ্গে দেখা করে অনুগামীদের কাছে বার্তা পৌঁছে দিলেন বোন উজ়মা

রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করার পরে উজ়মা বাইরে বেরিয়ে তাঁর ভাইয়ের গড়া দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর কর্মী-সমর্থকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে নিশানা করেন পাক সেনা সর্বাধিনায়ক আসিম মুনিরকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২৫ ২২:২৩
Share:

(বাঁ দিকে) আসিম মুনির এবং ইমরান খান (ডান দিকে)। —ফাইল চিত্র।

শারীরিক ভাবে তিনি সুস্থ রয়েছেন। কিন্তু মানসিক ভাবে ক্রুদ্ধ। টানা দু’সপ্তাহের টানাপড়েনের পর অবশেষে মঙ্গলবার জেলবন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি পেয়েছিলেন তাঁর বোন উজ়মা খানুম। আধ ঘণ্টার সেই সাক্ষাৎ-পর্বের শেষে উজ়মার মাধ্যমেই ইমরানের বার্তা পেলেন তাঁর অনুগামীরা।

Advertisement

রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে গিয়ে ইমরানের সঙ্গে দেখা করার পরে উজ়মা বাইরে বেরিয়ে তাঁর ভাইয়ের গড়া দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর কর্মী-সমর্থকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানে তিনি বলেন, ‘‘আমার ভাই শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ। জেলের মধ্যে তাঁকে মানসিক নির্যাতন করা হচ্ছে। সে কারণে রেগে রয়েছেন। বলেছেন, তাঁর ওপর মানসিক নির্যাতন করা হচ্ছে। তাঁকে সারা দিন কারাকক্ষে আটকে রাখা হয়। অল্প সময়ের জন্য বাইরে যেতে দেওয়া হয়। কারও সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয় না।’’ উজ়মা এর পরেই নিশানা করেন পাক সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ফিল্ড মার্শাল আসিম মুনিরকে। তিনি বলেন, ‘‘সমস্ত কিছুর জন্য আসিম মুনির দায়ী।’’

পাক সংবাদমাধ্যম ‘দ্য ডন’-এর জানিয়েছে, জেলবন্দি ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়ার দাবিতে মঙ্গলবার ইসলামাবাদ এবং রওয়ালপিন্ডিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল তাঁর দল পাকিস্তান পিটিআই। জেলের বাইরে জড়ো হয়েছিলেন বেশ কিছু পিটিআই সমর্থক। বিকেলের দিকে আদিয়ালা জেলে যান উজ়মা। সেখান থেকে বেরিয়ে ইমরান অনুগামীদের মুখোমুখি হন তিনি। ইমরানের পরিবার এবং তাঁর দলের সদস্যদের অভিযোগ ছিল, গত মার্চ মাসে ইসলামাবাদ হাই কোর্ট জেলবন্দি নেতার সঙ্গে সপ্তাহে অন্তত দু’বার দেখা করার অনুমতি দিয়েছিল। তার পরেও সেই নির্দেশ উপেক্ষা করে জেল কর্তৃপক্ষ ইমরানের সঙ্গে কাউকে দেখা করতে দিচ্ছেন না। গত ১৯ নভেম্বর অন্য দুই বোন আলিমা এবং নুরাকে সঙ্গে নিয়ে আদিয়ালা জেলে ইমরানের সঙ্গে দেখা করতে গিয়ে পুলিশি নিগ্রহের শিকার হয়েছিলেন উজ়মা। কেন তাঁর সঙ্গে দেখা করতে দেওয়া হবে না, সেই প্রশ্ন তুলে জেলের সামনে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেছিলেন তাঁরা। পিটিআই সমর্থকেরা সেখানে জড়ো হলে বলপ্রয়োগ করে পুলিশ বিক্ষোভ তুলে দিয়েছিল।

Advertisement

এর পরে খাইবার পাখতুনখোয়া প্রদেশের ইমরান অনুগামী মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও আদিয়ালা জেলে সাক্ষাতের জন্য গিয়ে পুলিশি হেনস্থার শিকার হয়েছিলেন। প্রসঙ্গত, ২০২৩ সালের অগস্ট মাস থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ইমরান। অভিযোগ, গত কয়েক দিন ধরেই তাঁর সঙ্গে দেখা করতে পারছেন না পরিবারের সদস্যেরা। পাকিস্তানের এই প্রাক্তন প্রধানমন্ত্রী কেমন আছেন, তা নিয়েই বিভ্রান্তি ছড়িয়েছে। মৃত্যু-জল্পনার মধ্যেই বৃহস্পতিবার পাকিস্তানের আদিয়ালা জেল কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানিয়েছিলেন, ইমরান পুরোপুরি সুস্থ। আদিয়ালা জেল থেকে তাঁকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার খবরও সত্য নয় বলে জানানো হয়। তার পরেও অবশ্য জল্পনা থামেনি। ইতিমধ্যেই ইমরানের সঙ্গে দেথা করার আর্জি জানিয়ে এবং আদালত অবমামনার অভিযোগ তুলে ইসলামাবাদ হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন বোন আলিমা খান। সেই মামলার রায় ঘোষণার আগেই উজ়মাকে ইমরানের সঙ্গে দেখা করার অনুমতি দেন আদিয়ালা জেল কর্তৃপক্ষ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement