আইএমএফে গোকর্ণ

আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) পর্ষদে এগ্‌জিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হলেন সুবীর গোকর্ণ। তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) প্রাক্তন ডেপুটি গভর্নর। আরবিআইয়ের আর এক প্রাক্তন ডেপুটি গভর্নর রাকেশ মোহনের জায়গায় এলেন গোকর্ণ।

Advertisement
শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৫ ০২:৪৮
Share:

আন্তর্জাতিক অর্থভাণ্ডারের (আইএমএফ) পর্ষদে এগ্‌জিকিউটিভ ডিরেক্টর নিযুক্ত হলেন সুবীর গোকর্ণ। তিনি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) প্রাক্তন ডেপুটি গভর্নর। আরবিআইয়ের আর এক প্রাক্তন ডেপুটি গভর্নর রাকেশ মোহনের জায়গায় এলেন গোকর্ণ। নরেন্দ্র মোদীর নেতৃত্বে গড়া কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ সংক্রান্ত কমিটি এতে সায় দিয়েছে। আইএমএফে ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং ভুটানের প্রতিনিধিত্ব করবেন গোকর্ণ। উল্লেখ্য, অর্থভাণ্ডারে দেশগুলির সম্মিলিত ভোটদানের ক্ষমতা ২.৮ শতাংশ। যার মধ্যে ২.৩ শতাংশের বেশি ভারতের হাতে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement