ফের হার রাজাপক্ষের

গত জানুয়ারিতে নির্বাচনে হেরে প্রেসিডেন্ট পদ থেকে সরতে হয়েছে তাঁকে। তবে রাজনীতি থেকে সরতে রাজি হননি। ফের ভোটে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে।

Advertisement
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৫ ০৩:০৯
Share:

গত জানুয়ারিতে নির্বাচনে হেরে প্রেসিডেন্ট পদ থেকে সরতে হয়েছে তাঁকে। তবে রাজনীতি থেকে সরতে রাজি হননি। ফের ভোটে দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে। মঙ্গলবার ভোটের ফল বেরোতে দেখা গেল, আবার পরাজিত হয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে। ফের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন রনিল বিক্রমসিঙ্ঘেই। চূড়ান্ত ফল প্রকাশের আগেই এ দিন স্পষ্ট হয়ে যায়, রনিলের দল ইউএনপি ৯৩টি ও রাজাপক্ষের ইউপিএফএ ৮৩টি আসন পেতে চলেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement