৫৬ শটস খেয়ে মৃত্যু, জেল পানশালা-কর্মীর

৫৬ বছর বয়সে ৫৬টা শটস! ধকলটা নিতে পারেনি শরীর। মদ খাওয়ার প্রতিযোগিতায় জিতলেও শেষকালে প্রাণ খোয়ালেন প্রৌঢ় রেনো প্রুদোম। তার দায় পড়েছে খোদ পানশালার কর্মীর উপরে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০২:২০
Share:

৫৬ বছর বয়সে ৫৬টা শটস! ধকলটা নিতে পারেনি শরীর। মদ খাওয়ার প্রতিযোগিতায় জিতলেও শেষকালে প্রাণ খোয়ালেন প্রৌঢ় রেনো প্রুদোম। তার দায় পড়েছে খোদ পানশালার কর্মীর উপরে।

Advertisement

মধ্য ফ্রান্সের ক্লেরমঁ ফেরঁ শহরতলির এক পানশালার বাইরে টাঙানো ছিল একটা নোটিস। কে কত সংখ্যক শটস খেয়ে গিয়েছেন সেখানে, তার রেকর্ড দেওয়া ছিল নোটিসে। গত বছর অক্টোবরে নিজের মেয়ে আর কয়েক জন বন্ধুকে নিয়ে সেই পানশালায় হাজির হয়েছিলেন রেনো। নোটিস দেখে তিনিও নেমে পড়েন খেলায়। একের পর এক শটস নিতে নিতে নতুন রেকর্ড গড়ার লক্ষ্যে এগোচ্ছিলেন প্রৌঢ়। তাঁকে পাশে দাঁড়িয়ে উৎসাহ দিচ্ছিলেন পানশালার কর্মী গিল ক্রেপ্যাঁ। কিছু ক্ষণের মধ্যেই বাদ সাধল শরীর। মদ্যপ অবস্থায় মেয়ে আর বন্ধুরাই কোনও মতে বাড়ি পৌঁছে দেন রেনোকে। কিন্তু তার পরেই যেতে হয় হাসপাতাল। আর ফেরেননি রেনো।

ঘটনার পরে গিলের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা করা হয়। বুধবার তাঁর শাস্তি ঘোষণা করল ফ্রান্সের এক আদালত। রেনোকে মদ্যপানে উৎসাহ দেওয়ার অভিযোগে চার মাসের কারাদণ্ড হয়েছে গিল ক্রেপ্যাঁর। তা ছাড়া এক বছর কোনও পানশালায় কাজও করতে পারবেন না তিনি। শুনানির সময়ে গিলও অবশ্য নিজের ভুল স্বীকার করেছেন। মদ্যপানের রেকর্ড টাঙিয়ে রাখায় প্রলুব্ধ হন রেনো। না হলে হয়তো এই বিপত্তি ঘটত না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement