শ্রমিক ধর্মঘটে অগ্নিগর্ভ গোটা ফ্রান্স: স্তব্ধ রেল, বিমান, বন্দর সব কিছু

ফ্রান্স অগ্নিগর্ভ! শ্রমিক অসন্তোষের জেরে কার্যত, হাঁফাচ্ছে ফ্রান্স। ধর্মঘটে ধর্মঘটে জেরবার হয়ে গিয়েছে বহু শিল্প সংস্থা। সেতু, সড়ক, রেল অবরোধ, ‘চাক্কা জ্যাম’ তো আছেই, যানবাহনেও আগুন লাগানো হচ্ছে ফ্রান্সের বিভিন্ন জায়গায়। টায়ার পুড়িয়ে দেখানো হচ্ছে বিক্ষোভ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ মে ২০১৬ ১৭:৩১
Share:

শিল্পী, সাহিত্যিকের দেশ ফ্রান্স অগ্নিগর্ভ!

Advertisement

শ্রমিক অসন্তোষের জেরে কার্যত, হাঁফাচ্ছে ফ্রান্স। ধর্মঘটে ধর্মঘটে জেরবার হয়ে গিয়েছে বহু শিল্প সংস্থা।

সেতু, সড়ক, রেল অবরোধ, ‘চাক্কা জ্যাম’ তো আছেই, যানবাহনেও আগুন লাগানো হচ্ছে ফ্রান্সের বিভিন্ন জায়গায়। টায়ার পুড়িয়ে দেখানো হচ্ছে বিক্ষোভ।

Advertisement

শ্রমিক ধর্মঘটে পুরোপুরি অচল হয়ে গিয়েছে ফ্রান্সের সবক’টি তেল শোধনাগার, বন্দর, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র ও পরিবহণ ব্যবস্থা। রাজধানী প্যারিস সহ গোটা ফ্রান্সেই এই অচলাবস্থা। নরম্যান্ডিতে, ফ্রান্সের পারমাণবিক সাবমেরিন ঘাঁটিতেও চলছে শ্রমিক বিক্ষোভ। কার্যত ভেঙে পড়ার মুখে প্যারিস, তুলোঁজ, নান্তেঁ থেকে বিমান চলাচল। দেশজুড়ে ধর্মঘটের জেরে, গোটা ফ্রান্সে মুখ থুবড়ে পড়ার মুখে ট্রেন চলাচলও। তবু শ্রমিক-বিরোধী অবস্থানে এখনও অটল ফরাসি সরকার।

আরও পড়ুন- দোকানে আগুন, হামলা, দিল্লির পাল্টা কঙ্গোয় আক্রান্ত ভারতীয়রাআগুন

সে দেশের সরকার যে নতুন শ্রম আইন চালু করেছে, তারই প্রতিবাদে দেশের সবক’টি শ্রমিক সংগঠন জোট বেঁধে নেমেছে ধর্মঘটে। দেশের সবক’টি গুরুত্বপূর্ণ শহরে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি।

এই বিপর্যয়ের মুখে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরে আসতে রাজি হয়নি ফরাসি সরকার। সে দেশের প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভাল্স বলেছেন, ‘‘যা-ই ঘটুক না কেন, আমরা যে নতুন শ্রম আইন বানিয়েছি, তা থেকে পিছিয়ে আসছি না। তবে ওই আইনে সামান্য রদবদল ঘটানো হতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন