Australia News

রাক্ষুসে সরীসৃপের লেজ ধরে রেস্তোরাঁর বাইরে বের করে দিলেন সাহসী ওয়েট্রেস, দেখুন ভিডিও

অস্ট্রেলিয়ার এক রেস্তোরাঁয় তখন খাদ্যরসিকদের ভিড়। এক একটা টেবিল থেকে আসছে এক ধরনের খাবারের অর্ডার। কেউ বা অর্ডার দিচ্ছেন ‘ফিস অ্যান্ড চিপস’, আবার কেউ ‘সসেজ রোল’। হঠাৎ চোখ গেল রেস্তোরাঁর একটি কোণে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৩:৫৫
Share:

অস্ট্রেলিয়ার এক রেস্তোরাঁয় তখন খাদ্যরসিকদের ভিড়। এক একটা টেবিল থেকে আসছে এক ধরনের খাবারের অর্ডার। কেউ বা অর্ডার দিচ্ছেন ‘ফিস অ্যান্ড চিপস’, আবার কেউ ‘সসেজ রোল’। হঠাৎ চোখ গেল রেস্তোরাঁর একটি কোণে। রেস্তোরাঁর ভিতরে ঢুকে পড়েছে একটি বিরাট আকৃতির সরীসৃপ। আকারে প্রায় ছ’ফুট।

Advertisement

তা দেখে ততক্ষণে রেস্তোরাঁয় উপস্থিত সকলের আত্মারাম খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। ধীরে ধীরে সরীসৃপটি খাবার টেবিলের নীচে ঢুকে যায়। এই রাক্ষুসে সরীসৃপ কী করে রেস্তোরাঁর মধ্যে ঢুকল তা নিয়ে কথা শুরু হলেও কেউ তার আশেপাশে যাওয়ার সাহস দেখাতে পারনেনি। এত্ত বড় সরিসৃপ দেখে কে আর সামনে এগোবার সাহস দেখাবে বলুন তো! হঠাৎই ওই রেস্তোরাঁর এক ওয়েট্রেস এগিয়ে এলেন। শক্ত হাতে মুঠো করে ধরলেন সরীসৃপের লেজ। টানতে টানতে ওই দানবীয় সরীসৃপকে রেস্তোরাঁর বাইরে বের করে দিলেন। যেন কোনও ব্যাপারই না।

দেখুন ভিডিও

Advertisement

রেস্তোরাঁয় সেই সময় হাজির থাকা একজন এই ঘটনাটি ক্যামেরাবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছিলেন। আর এর পরেই এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। এমনকী ওই ওয়েট্রেসের সাহসিকতার প্রশংসা হচ্ছে সর্বত্র। জানা গিয়েছে, ২৫ বছরের ওই ওয়েট্রেস, সামিয়া লিলার বাড়ি ফ্রান্সে। এই ভিডিওটি দেখার পর সামিয়ার মাইনে বাডিয়ে দেওয়ার আবেদন জানানোর দাবি উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সামিয়ার মতে, তিনি প্রথমে ভেবেছিলেন একটি কুকুর টেবিলের তলায় ঢুকে পড়েছে। কিন্তু সামনে গিয়ে বুঝতে পারেন ওটা একটা বিশাল আকারের সরীসৃপ। কিন্তু রেস্তোরাঁর আসা অতিথিদের কথা মাথায় রেখেই তিনি এই সাহসী পদক্ষেপ নেন। অস্ট্রেলিয়ার বিভিন্ন জঙ্গলে বিরাট মাপের সরীসৃপ দেখা যায়। কিন্তু সেগুলোর মাপ এত বড় হয় না সাধারণত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন