University of Madras

মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী থেকে আমেরিকার বৃহত্তম গাড়ি সংস্থার সিএফও দিব্যা সূর্যদেবারা

আমেরিকার বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থার চিফ ফিনান্স অফিসার (সিএফও)নির্বাচিত হতে চলেছেন এক ভারতীয় মহিলা। নাম দিব্যা সূর্যদেবারা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জুন ২০১৮ ১৮:৪৬
Share:

দিব্যা সূর্যাদেবারা

ভারতের জন্য আবার একটা গর্বের মুহূর্ত। আমেরিকার বৃহত্তম গাড়ি প্রস্তুতকারক সংস্থার চিফ ফিনান্স অফিসার (সিএফও)নির্বাচিত হতে চলেছেন এক ভারতীয় মহিলা। নাম দিব্যা সূর্যদেবারা।বয়স ৩৯। মার্কিন বৃহত্তম গাড়ি প্রস্তুতকারী সংস্থা জেনারেল মোটর্সের চিফ ফিনান্স অফিসার হতে চলেছেন তিনি।সংস্থার তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমানে সংস্থার কর্পোরেট ফিনান্সের ভাইস প্রেসিডেন্ট তিনি।আগামী ১ সেপ্টেম্বর অবসর নিচ্ছেন সংস্থার বর্তমান সিএফও চাক স্টিভেনস। এরপরই সিএফও-র পদে যোগ দেবেন তিনি।

Advertisement

দিব্যার জন্ম ও বেড়ে ওঠা চেন্নাইয়ে।মাদ্রাজ বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেছেন দিব্যা। ২২ বছর বয়সে তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট (এমবিএ) নিয়ে পড়াশোনা করেন।

মাত্র ২৫ বছর বয়সে তিনি যোগ দেন ডেট্রয়েটের জেনারেল মোটর্সে। এর আগে চার্টার্ড ফিনানসিয়াল অ্যানালিস্ট ও অ্যাকাউট্যান্ট হিসাবে ইউবিএস ও প্রাইসওয়াটারহাউসকুপার্সেও কাজ করেছেন।

Advertisement

আরও খবর: রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনছে দিল্লি​

খেলতে খেলতে হঠাৎ করেই প্যারালিসিস! আড়ালে রয়েছে পোকা​

জেনারেল মোটর্সের চিফ এক্সিকিউটিভ অফিসার মেরি বাররাও দিব্যার কাজের প্রশংসা করেছেন। দিব্যা সম্পর্কে মেরি বলেছেন, ‘‘দিব্যার অভিজ্ঞতা অনেকদিনের। বিভিন্ন পদে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সংস্থার জন্য অত্যন্ত লাভদায়ক হয়েছে।’’ বছর ছাপ্পান্নর মেরি আন্তর্জাতিক গাড়ি প্রস্তুতকারক সংস্থার সিইও হিসাবে কাজ করছেন ২০১৪ থেকে। দিব্যা ও মেরি দু’জনেই গাড়ি শিল্পের ক্ষেত্রে অত্যন্ত সম্মানিত দুটি পদে কর্মরত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement