International

নদীতে পড়া মাত্রই জমে বরফ হয়ে গেল শেয়াল!

নদীতে পড়ে গিয়ে জমে বরফ হয়ে গিয়েছে একটা শেয়াল! জার্মানির দানিয়ুব নদীতে। এক শিকারির চোখে পড়ে প্রথম। তিনি দেখেন একটি বরফের বড় টুকরো ভেসে যাচ্ছে দানিয়ুব নদীতে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৭ ১৯:১২
Share:

নদীতে পড়ে গিয়ে জমে বরফ হয়ে গিয়েছে একটা শেয়াল! জার্মানির দানিয়ুব নদীতে।

Advertisement

এক শিকারির চোখে পড়ে প্রথম। তিনি দেখেন একটি বরফের বড় টুকরো ভেসে যাচ্ছে দানিয়ুব নদীতে। একটু খুঁটিয়ে দেখতে গিয়ে ওই শিকারির চোখে পড়ে সেই বরফের বড় টুকরোটার মধ্যে রয়েছে একটা শেয়াল। জমে বরফ হয়ে গিয়েছে গোটা দানিয়ুব নদী। তবে ওই শিকারি জানিয়েছেন, এর আগেও তিনি দানিয়ুবে বরফে জমে যাওয়া হরিণ আর জমে যাওয়া বুনো ভল্লুক দেখেছেন।

আরও খবর: বাবা, মা আর দুই ছেলের জন্ম হল একই দিনে!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement