ICC U19 World Cup 2026

ছোটদের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডি‌জ়কে হারাল আফগানিস্তান, জয় ইংল্যান্ডের, বৃষ্টিতে ভেস্তে গেল আমেরিকা-নিউ জ়িল্যান্ড লড়াই

রবিবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনটি ম্যাচ ছিল। জয় পেল আফগানিস্তান এবং ইংল্যান্ড। হেরে গেল ওয়েস্ট ইন্ডিজ় এবং আয়োজক জ়িম্বাবোয়ে। একটি ম্যাচের ফলাফল হল না।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬ ২২:০৯
Share:

আফগানিস্তানের জয়ের নায়ক মেহবুব খান। ছবি: আইসিসি।

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার পর ওয়েস্ট ইন্ডিজ়কেও হারিয়ে দিল আফগানিস্তান। সুপার সিক্স পর্বের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল আফগানেরা। অন্য ম্যাচে জ়িম্বাবোয়েকে ৮ উইকেটে হারাল ইংল্যান্ড। বৃষ্টিতে ভেস্তে গেল আমেরিকা-নিউ জ়িল্যান্ড লড়াই।

Advertisement

প্রথমে ব্যাট করে আফগানিস্তান করে ৬ উইকেটে ২৬২ রান। ওপেনার ওসমান সাদাত ৮৮ রানের ইনিংস খেলেন। তবে দলের রানকে ভাল জায়গায় পৌঁছে দেয় মূলত অধিনায়ক মেহবুব খানের ৬৯ বলে ৮৬ রানের ইনিংস। ১০চার এবং ২টি ছয় মারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজ়ের সফলতম বোলার জাকিম পোলার্ড ৩৯ রানে ৩ উইকেট নেন। ৪৮ রানে ৩ উইকেট ভিটেল লউইসের। জবাবে ৩৩.২ ওভারে ১২৪ রানে শেষ হয়ে যায় ক্যারিবিয়ানদের ইনিংস। জুয়েল অ্যান্ড্রু করেন ৫৭। শেষে পোলার্ড ১১ রানে অপরাজিত থাকেন। ওয়েস্ট ইন্ডিজ়ের আর কেউ দু’অঙ্কের রান করতে পারেননি। আফগানিস্তানের নুরিস্তানি ওমরজ়াই ১৬ রানে ৪ উইকেট নিয়েছেন। ২০ রানে ৩ উইকেট খাতির স্তানিকজ়াইয়ের। ৩৬ রানে ৩ উইকেট ওয়াহিদুল্লা জ়াদরানের। ওয়েস্ট ইন্ডিজ়কে ১৩৮ রানে হারিয়ে ছোটদের বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের দিকে আরও এগিয়ে গেল আফগানিস্তান।

অন্য ম্যাচে ইংল্যান্ডের কাছে হারল আয়োজক জ়িম্বাবোয়ে। প্রথমে ব্যাট করে জ়িম্বাবোয়ে করে ৯ উইকেটে ২০৮। সর্বোচ্চ অধিনায়ক সিম্বারাশে মুদজ়েনগেরে অপরাজিত ৪৫। ইংল্যান্ডের ম্যানি লুমসডেন ৩৮ রানে ৩ উইকেট নেন। জবাবে ২৮ ওভারে ২ উইকেটে ২০৯ রান ইংল্যান্ডের। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন বেন মায়েস এবং থমাস রিউ। তৃতীয় উইকেটে তাঁদের জুটিতে ওঠে ১৬৭ রান। মায়েস অপরাজিত থাকেন ৭৭ রানে। রিউ অপরাজিত থাকেন ৮৬ রানে। জ়িম্বাবোয়ের শেলটন মাজ়ভিতোরের ৫৪ রানে ২ উইকেট নেন।

Advertisement

রবিবার বৃষ্টিতে ভেস্তে গেল আমেরিকা এবং নিউ জ়িল্যান্ডের খেলা। প্রথমে ব্যাট করে আমেরিকা করে ৯ উইকেটে ২৫৩। ১১৭ রানের অপরাজিত ইনিংস খেলেন নীতীশ সুদিনি। নিউ জ়িল্যান্ডের ফ্লিন মোরে ৪০ রানে ৪ উইকেট নেন। ৫৫ রানে ৩ উইকেট ম্যাসন ক্লার্কের। জবাবে নিউ জ়িল্যান্ড ১ ওভারে ১২ রান করার পর বৃষ্টি শুরু হয়। আর খেলা শুরু করা যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement