গ্রেনফেল আতঙ্ক থেকে চেষ্টা আত্মহত্যার

গত জুন মাসে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় লন্ডনের গ্রেনফেল টাওয়ার। মৃত্যু হয় অন্তত ৮০ জনের। সেই আতঙ্ক থেকে প্রত্যক্ষদর্শীদের মুক্তি দিতে এগিয়ে এসেছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ০৮:৫০
Share:

আশ্বাস: গ্রেনফেল টাওয়ারের দুই বাসিন্দার সঙ্গে কথা বলছেন প্রিন্স হ্যারি। লন্ডনে মঙ্গলবার। ছবি: রয়টার্স।

আগুন থেকে বেঁচেও আতঙ্কে এখনও মৃতপ্রায় তাঁরা। চোখের সামনে দেখেছেন, জ্বলতে থাকা গ্রেনফেল টাওয়ার থেকে প্রাণভয়ে ঝাঁপ দিচ্ছেন প্রতিবেশীরা। কেউ বা কোলের শিশুকে ছুড়ে ফেলছেন ২৪ তলা থেকে। দু’মাস কাটলেও সেই স্মৃতি এখনও টাটকা ভয়াবহ সেই অগ্নিকাণ্ডের প্রত্যক্ষদর্শীদের। একটি স্বেচ্ছাসেবী সংস্থা জানিয়েছে, গ্রেনফেল টাওয়ারের অগ্নিকাণ্ডের পর অবসাদে আত্মহত্যার চেষ্টা করেছেন প্রত্যক্ষদর্শীদের ২০ জন।

Advertisement

আরও পড়ুন: পঞ্চশীলে আস্থা রেখে শান্তি চায় চিন

গত জুন মাসে ভয়াবহ আগুনে ভস্মীভূত হয়ে যায় লন্ডনের গ্রেনফেল টাওয়ার। মৃত্যু হয় অন্তত ৮০ জনের। সেই আতঙ্ক থেকে প্রত্যক্ষদর্শীদের মুক্তি দিতে এগিয়ে এসেছে একাধিক স্বেচ্ছাসেবী সংগঠন। এই রকমই একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ভেটে গ্রিনওয়ে জানিয়েছেন, দুর্ঘটনার পর দু’মাস কাটলেও সেদিনের স্মৃতি থেকে মুক্তি পাচ্ছেন না বহুতলের আবাসিকরা। তাঁদের চোখে এখনও ভাসছে জ্বলন্ত টাওয়ারের ছবি। গ্রিনওয়ে বলেছেন, ‘‘অবসাদ কাটাতে বহু মানুষই ঘুমের ওষুধ ও মাদকের সাহায্য নিচ্ছে। অবসাদ থেকে রক্ষা পেতে শুধু চিকিৎসার উপরে ভরসা রাখতে পারছেন না তাঁরা।’’ তিনি জানিয়েছেন, চোখের সামনে এত জনের মৃত্যু মেনে নিতে না পেরেই অবসাদের শিকার হচ্ছেন তাঁরা। কেউ কেউ হাঁটছেন আত্মহননের পথে। এখন অবধি এই রকম ২০ জনের খবর পাওয়া গিয়েছে বলে জানিয়েছে জাস্টিস ফর গ্রেনফেল নামে একটি প্রচারকারী দল।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement