Greta Thunberg

এককাট্টা হওয়ার ডাক গ্রেটার

তেল আভিভ থেকে বিমানে প্যারিস হয়ে গতকালই সুইডেনে পৌঁছেছেন গ্রেটা। দেশে ফিরে ইজ়রায়েলে আটকে থাকা সঙ্গী সমাজকর্মীদের মুক্তি নিয়ে সরব হয়েছেন তিনি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুন ২০২৫ ০৭:৪৭
Share:

গ্রেটা থুনবার্গ। —ফাইল চিত্র।

গাজ়ার উদ্দেশে পাড়ি দেওয়া ত্রাণের নৌকা ম্যাডলিনের সওয়ারি সুইডিশ সমাজকর্মী গ্রেটা থুনবার্গকে ইতিমধ্যেই ফেরত পাঠিয়েছে ইজ়রায়েল। তেল আভিভ থেকে বিমানে প্যারিস হয়ে গতকালই সুইডেনে পৌঁছেছেন গ্রেটা। দেশে ফিরে ইজ়রায়েলে আটকে থাকা সঙ্গী সমাজকর্মীদের মুক্তি নিয়ে সরব হয়েছেন তিনি। কিন্তু কেন ফিরে এলেন তিনি?

সংবাদমাধ্যমে গ্রেটা জানিয়েছেন, এর থেকে বেশি সময়ে ইজ়রায়েলের জেলে আটকে থাকার মানে হয় না। ইজ়রায়েলে আটক থাকার সময়টুকু খুবই অস্থির ও গোলমেলে ছিল বলে গ্রেটা জানিয়েছেন। পাশাপাশি, গাজ়ার মানুষের পাশে থাকার জন্য সমস্ত দেশের সরকারের কাছে আবেদন জানিয়েছেন তিনি।

গ্রেটা বলেছেন, গাজ়ার মানুষ যে দুর্ভোগে রয়েছেন, তার তুলনায় তাঁদের কষ্ট তেমন কিছুই নয়। গ্রেটার কথায়, ‘‘আমরা সকলেই এই অভিযানের ঝুঁকি জানতাম। উদ্দেশ্য ছিল, গাজ়ায় পৌঁছে ত্রাণ বিলি করা। সেখানের মানুষের কথা সকলকে জানানো।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন