জঙ্গি হানা, হত ৪২

পেশাওয়ারের স্কুলে হত্যাকাণ্ডের পর জঙ্গিরা বেছে নিল শহরতলির বাদাবের বিমানঘাঁটিকে। শুক্রবার ওই সংঘর্ষে ১৩ জঙ্গি-সহ ৪২ জনের মৃত্যু হয়েছে বলে বায়ুসেনার খবর। পরে তালিবান হামলায় দায় স্বীকার করেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৮
Share:

পেশাওয়ারের স্কুলে হত্যাকাণ্ডের পর জঙ্গিরা বেছে নিল শহরতলির বাদাবের বিমানঘাঁটিকে। শুক্রবার ওই সংঘর্ষে ১৩ জঙ্গি-সহ ৪২ জনের মৃত্যু হয়েছে বলে বায়ুসেনার খবর। পরে তালিবান হামলায় দায় স্বীকার করেছে। সূত্রের খবর, সেনার পোশাক পরা জঙ্গিদের কাছে একে-৪৭ ছাড়াও প্রচুর বিস্ফোরক ছিল। গ্রেনেড ছুড়ে তিন রক্ষীকে ঘায়েল করে বিমানঘাঁটিতে প্রবেশ করে জঙ্গিরা। এর পর দু’দলে ভেঙে নিশানা করে মসজিদকে। প্রার্থনায় মগ্ন নিরস্ত্র সেনাদের উপর হামলা করলে মৃত্যু হয় ১৬ জনের। জঙ্গিদের উপর পাল্টা আক্রমণ চলে। ক্যাপ্টেন-সহ মৃত্যু হয় সাত জনের। নিহত ১৩ জঙ্গি।

Advertisement

আহত দুই অফিসার ও আট জন সেনা-সহ ২৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement