International news

চিনের এই কারখানায় কারা কাজ করে জানেন?

মেশিনের শব্দ, ব্যস্ততা সবই রয়েছে এই কারখানায়। কিন্তু কোনও মানুষ দেখতে পাবেন না। উপর থেকে দেখলে মনে হবে যেন কোনও ঝাঁ চকচকে ভূতুরে কারখানা। ঠিক যেন ভূতেরা অদৃশ্য হয়ে কাজ করে চলেছে! কোথায় এমন কারখানা আছে জানেন?

Advertisement
সংবাদ সংস্থা
হুয়ান শেষ আপডেট: ২৭ অগস্ট ২০১৮ ১২:৩৪
Share:
০১ ০৮

মেশিনের শব্দ, ব্যস্ততা সবই রয়েছে এই কারখানায়। কিন্তু কোনও মানুষ দেখতে পাবেন না। উপর থেকে দেখলে মনে হবে যেন কোনও ঝাঁ চকচকে ভূতুরে কারখানা। ঠিক যেন ভূতেরা অদৃশ্য হয়ে কাজ করে চলেছে! কোথায় এমন কারখানা আছে জানেন?

০২ ০৮

এই কারখানাটি রয়েছে চিনে হুয়ান প্রদেশে। আলিবাবা স্মার্ট ওয়ারহাউস। তবে ভয় পাবেন না। কারখানায় ভূতুরে ব্যাপার কিছু নেই। এ সবই আসলে প্রযুক্তির খেল। উন্নত প্রযুক্তির রোবট মানুষের জায়গা নিয়ে ফেলেছে এই কারখানায়।

Advertisement
০৩ ০৮

মাত্র ৬০টি রোবট সারা দিন ধরে ‘মাথার ঘাম পায়ে ফেলে’ পরিশ্রম করে চলেছে।

০৪ ০৮

কতটা কাজ করে এই রোবট-দল? সমস্ত কাজের ৭০ শতাংশই করে ফেলে এরা। মাত্র ৩০ শতাংশ মানুষের জন্য ফেলে রাখে।

০৫ ০৮

সবশেষে জিনিসপত্র প্যাকিং করা এবং পাঠানোর কাজটা করতে হয় মানুষ-কর্মীদের।

০৬ ০৮

৫০০ কিলোগ্রাম পর্যন্ত ওজন বহন করতে ওস্তাদ এরা। আর এই ৫০০ কিলোগ্রাম পর্যন্ত ওজন ঘাড়ে তুলে কারখানাময় ছুটে বেড়ায়। কিন্তু বিশেষ সেন্সরের জন্য একে অপরের সঙ্গে সংঘর্ষও লাগে না।

০৭ ০৮

আর কাজ করতে করতে হাঁপিয়ে গেলে? নিজেরাই নিজেদের চার্জিংয়ের ব্যবস্থা করে ফেলে এরা। সোজা চলে যায় কারখানার ভিতরে তাদের জন্য রাখা চার্জিং স্টেশনে। মাত্র ৫ মিনিট চার্জ দিলেই ৪ থেকে ৫ ঘণ্টা নিশ্চিন্তে পরিশ্রম করতে পারে।

০৮ ০৮

আর সবচেয়ে বড় কথা, ‘গল্পগুজব’ করে এতটুকু সময় নষ্ট করে না এরা। সংস্থা সূত্রে খবর, রোবটের দল আলিবাবা স্মার্ট ওয়ারহাউসের উৎপাদন ৩০০ শতাংশ বৃদ্ধি করেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement