ট্রাম্পও আড়াল করছেন: হিলারি

মার্কিন নাগরিক ও সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনকে আড়াল করার অভিযোগ তাঁর বিরুদ্ধে বরাবরই ছিল। এ বার সরাসরি মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল তুললেন প্রাক্তন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টন। 

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৮ ০২:০০
Share:

ফাইল চিত্র।

মার্কিন নাগরিক ও সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মহম্মদ বিন সলমনকে আড়াল করার অভিযোগ তাঁর বিরুদ্ধে বরাবরই ছিল। এ বার সরাসরি মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দিকে আঙুল তুললেন প্রাক্তন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডেমোক্র্যাট হিলারি ক্লিন্টন।

Advertisement

টরন্টোতে একটি অনুষ্ঠানে হিলারি বলেন, ‘‘ঘটনার দিন ইস্তানবুলের সৌদি কনসুলেটে খাশোগিকে হত্যার ঘটনা যাঁরা আড়াল করার চেষ্টা করছেন, তাঁদের মধ্যে প্রেসিডেন্টও আছেন। ট্রাম্প ও তাঁর ঘনিষ্ঠদের ব্যক্তিগত বাণিজ্যিক আগ্রহ রয়েছে।’’

চাপের মুখে গত ২০ নভেম্বর ট্রাম্প বলে ফেলেছিলেন, ‘‘খাশোগি হত্যার খবর যুবরাজ সলমনের কাছে ছিল। কিন্তু রিয়াধের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখবে ওয়াশিংটন।’’ তিনি এ-ও বলেছিলেন, এ সবের জন্য সৌদি আরবের সঙ্গে অস্ত্র-রফতানি চুক্তি বন্ধ করা ‘বোকামি’ হবে। ট্রাম্পের এ হেন মন্তব্যকে যথেষ্ট তলিয়ে দেখছে মার্কিন কংগ্রেসও।

Advertisement

ইয়েমেনের যুদ্ধে সৌদি-আমেরিকা জোটের গুরুত্ব নিয়ে বুধবার রুদ্ধদ্বার বৈঠক ছিল। বৈঠকে সেনেটরদের সামনে ট্রাম্প প্রশাসনের অবস্থান ব্যাখ্যা করেন বিদেশসচিব মাইক পম্পেয়ো ও প্রতিরক্ষাসচিব জেমস ম্যাটিস। কিন্তু তাতে জামাল খাশোগির হত্যা-কাণ্ডের কথা উঠে আসে। পম্পেয়ো বারবারই জানান, খাশোগি-হত্যায় সৌদি যুবরাজের সরাসরি যোগ নেই। যদিও শেষমেশ ভোটে দুরমুশ হন ট্রাম্প। ইয়েমেনের যুদ্ধে সৌদিকে সাহায্য কমিয়ে দেওয়ার পক্ষে ভোট পড়েছে ৬৩। বিপক্ষে ৩৭। এমনকি ট্রাম্পের দলের লোকও তাঁর পাশে দাঁড়াননি। সাউথ ক্যারোলাইনার রিপাবলিকান সেনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ‘‘যা চলছে, বিরক্তিকর লাগছে!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন