অর্ধনগ্ন মূর্তিটা দেখে চমকে উঠেছিলেন অনেকেই। গত কাল সকাল ৬ টা নাগাদ লোয়ার ম্যানহাটনের সাবওয়ের স্টেশনের বাইরে হিলারি ক্লিন্টনের এমন একটি মূর্তি নজরে আসে। আর তা ঘিরেই পড়ে যায় শোরগোল। যদিও ঘন্টা তিনেকের মধ্যেই পুলিশ এসে সরিয়ে নিয়ে যায় মূর্তিটি। আকারে বেশ বড়। অর্থাৎ সাধারণত এক জন মানুষের যা উচ্চতা হয়, তার থেকেও বেশ বড় মূর্তিটি। পরনে অন্তর্বাস। এবং পিছন থেকে আর একটি মূর্তি জড়িয়ে রয়েছে মার্কিন প্রেসিডেন্টের পদপ্রার্থী মূর্তিটিকে। এই ঘটনায় অনেকেরই মনে পড়েছে অগস্ট মাসে ইউনিয়ন স্কোয়ারে দেখা ডোনাল্ড ট্রাম্পের নগ্ন মূর্তিটির কথা। মূর্তিটা চোখে পড়তেই তড়িঘড়ি বেরিয়ে আসেন ন্যান্সি। কাছেই ‘ন্যাশনাল মিউজিয়াম অব দ্য আমেরিকান ইন্ডিয়ানে’ কাজ করেন তিনি। আর কারও চোখে যাতে না পড়ে তারই ব্যবস্থা করতে উল্টে দেন মূর্তিটা। যদিও ঘণ্টা তিনেকের মধ্যে পুলিশ এসে সরিয়ে ফেলে মূর্তিটি।